মুন্সীগঞ্জ-৩ আসনে নৌকার পক্ষে ভোটা চাইলেন তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী। মঙ্গলবার সন্ধ্যায় শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী নৌকা প্রতীকের অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের পক্ষে মানুষের কাছে ভোট প্রার্থনা করেন।
এতে নেতৃত্ব দেন তৃতীয় লিঙ্গের পিংকি। এ সময় তিনি বলেন, বর্তমান সরকার আমাদের তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য অনেক সহযোগিতা করেছে, বিশেষ করে করোনাকালীন সময়ে সরকারে সহযোগিতায় তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর অনেকে না খেয়ে থাকার হাত থেকে রক্ষা পেয়েছে। বর্তমান সরকার সব সময় দেশ ও জাতীয় মঙ্গলের জন্য লড়ে যাচ্ছে তাই আমরা নৌকার পক্ষে নির্বাচনের প্রচার-প্রচারণায় অংশ নিয়েছি।
নিউজ জোন
Leave a Reply