লৌহজংয়ে পদ্মাপাড় থেকে মানুষের কঙ্কাল উদ্ধার

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার লৌহজং-তেউটিয়া ইউনিয়নের রাউৎগাঁও গ্রামের পদ্মাপাড় থেকে মানুষের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকালে পদ্মাপাড়ে ঘুরতে আসা দর্শনার্থীরা কঙ্কালের খুলি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দাদের জানায়। পরে পুলিশকে খবর দিলে সন্ধ্যা সাড়ে সাতটায় এসে মাটি খুঁড়ে খুলিসহ কঙ্কালের মাথা, মুখমণ্ডল, পাজর ও পায়ের হাড় বের করা হয়। ঘটনাস্থলে গেলে লৌহজং থানার উপপরিদর্শক মোস্তফা কামাল বলেন, পরীক্ষা-নিরীক্ষা ছাড়া কঙ্কালটি নারী নাকি পুরুষের কিংবা বয়স শনাক্ত করা সম্ভব নয়। এ সময় মাওয়া নৌ পুলিশ স্টেশনের উপপরিদর্শক মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
উদ্ধার করা কঙ্কাল থানায় নিয়ে গেছে পুলিশ।

ইনকিলাব

Leave a Reply