স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভা আয়োজন করল আ.লীগ

মুন্সীগঞ্জের গজারিয়ায় স্বতন্ত্র প্রার্থী হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের কাঁচি প্রতীকে ভোট চাইলেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন।

শনিবার (৩০ডিসেম্বর) বিকাল ৪টায় উপজেলার আনারপুরা খেলার মাঠে ভবেরচর ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত স্বতন্ত্র প্রার্থী হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের কাঁচি মার্কায় বিশাল নির্বাচনী জনসভায় এই কথা বলেন তিনি।

মুন্সীগঞ্জের গজারিয়ায় স্বতন্ত্র প্রার্থী হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের পক্ষে ভোট চাইলেন জেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন।

মোহাম্মদ মহিউদ্দিন বলেন, একটি উৎসব মুখর নির্বাচনের জন্য সাধারণ ভোটারদের ব্যাপক উপস্থিতির প্রয়োজন। আমরা নেত্রীর নির্দেশনা মেনে সেই কাজটি করে যাচ্ছি। দল ও সাধারণ মানুষের মাঝে জনপ্রিয় ব্যক্তি বিপ্লব আমরা তার পাশে আছি। আগামী সাত তারিখে আপনারা ভোট কেন্দ্রে যান এবং কাঁচি মার্কায় ভোট দিন।

জনসভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন স্বতন্ত্র প্রার্থী হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব, গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা মো. হাফিজুর রহমান খাঁন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. শফিকুর রহমান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুনসুর আহমেদ খাঁন জিন্নাহ, জেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো. শাহজাহান খাঁন, সাবেক কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগ নেত্রী ফারহানা আক্তার এ্যানী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আঁখি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবু তালেব ভূঁইয়াসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী।

দেশ রুপান্তর

Leave a Reply