মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিরাজদিখান থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রিপনকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। নাশকতা ও পুলিশের কাজে বাধাদানের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-১০-এর উপপরিচালক ও সহকারী পরিচালক (অপস্) আমিনুল ইসলাম সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
র্যাব জানায়, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাস্তবায়নে ডাকা অবরোধ ও বিএনপিনেতাদের মুক্তির দাবিতে ২৯ অক্টোবর ভোর আনুমানিক সাড়ে ৪টায় দলবদ্ধ হয়ে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি ও পুলিশের কাজে বাধাদান, আঘাত ও বলপ্রয়োগ করা হয়। এ সময় পুলিশকে প্রাণনাশের উদ্দেশে ইট-পাটকেল ছোড়া, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জখম ও জনমনে আতঙ্ক ও ভীতি সঞ্চারের চেষ্টা চলে। একইসঙ্গে জনগণকে মারপিটসহ ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সড়কে মানুষ ও যানবাহন চলাচলে বাধা সৃষ্টি, গাড়ি ভাঙচুরসহ লোকজনকে ভয়ভীতি প্রদর্শন করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েক সদস্যদের ইট-পাটকেল নিক্ষেপ করে ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে আহতের ঘটনা ঘটে। গত ২৮ অক্টোবর একজন পুলিশ কনস্টেবলকে লাঠিসোটা দিয়ে পিটিয়ে ও ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যাসহ সারা দেশে ব্যাপক নাশকতা শুরু হয়।
পরে ২৯ অক্টোবর বিস্ফোরক দিয়ে নাশকতা, পুলিশের কাজে বাধা প্রদান ও আঘাত করে ক্ষতিসাধনের অভিযোগে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানায় একটি মামলা দায়ের (নম্বর-২০) করা হয়। ১৪৩, ১৪৪, ১৪৮, ১৪৯, ১৮৬, ৩২৩, ৩৩২, ৩৫৩, ৪২৭, ৫০৬, ১০৯, ১১৪ পেনাল কোড-১৮৬০ সহ ৩, ৪, ৬ ১৯০৮ সালের বিস্ফোরক আইনে করা ওই মামলার তদন্তকারী কর্মকর্তা বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করে মোস্তাফিজুর রহমান রিপনকে গ্রেপ্তারে র্যাব-১০-এর কাছে আধিযাচনপত্র পাঠায়।
পরে অভিযানে নামে র্যাব-১০। বাড়ায় গোয়েন্দা নজরদারি। শুরু করে ছায়া তদন্ত। এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার (৩০ ডিসেম্বর) বিকালে সিরাজদীখানের পাথরঘাটা থেকে মোস্তাফিজুর রহমান রিপনকে গ্রেপ্তার করে।
র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিপন নাশকতার পরিকল্পনার সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। এ ছাড়া সে রাজধানীর পল্টন, গুলিস্তান, যাত্রাবাড়ী ও মুন্সীগঞ্জের শ্রীনগর, সিরাজদিখানসহ বিভিন্ন এলাকায় গাড়ি ভাঙচুর, বাসে অগ্নি সংযোগসহ বিভিন্ন নাশকতায় জড়িত ছিল বলে জানা যায়।
র্যাব-১০-এর উপপরিচালক ও সহকারী পরিচালক (অপস্) আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তার রিপনকে থানায় হস্তান্তর করা হয়েছে।
এনটিভি
Leave a Reply