সিরাজদিখানে ২লক্ষ ৩৮হাজার ৪শত শিক্ষার্থী পেল নতুন বই

নাছির উদ্দিন: মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রতি বছরের মতো এবারও বছরের প্রথম দিন ১ জানুয়ারি ‘বই বিতরণ উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। উৎসবে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে ২লক্ষ ৩৮হাজার ৪শত শিক্ষার্থীর মাঝে নতুন বই বিতরণ করা হয়। সোমবার সকাল থেকেই উপজেলার ১২৮টি প্রাথমিক বিদ্যালয়, ৫৭টি কিন্ডারগার্ডেন, ৩৭মাধ্যমিক বিদ্যালয়, ১০টি মাদ্রাসায় বই বিতরণ করা হয়।

দুপুর ২টায় ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ।

এশা পাড়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মল্লিকা রায়।

সহকারী শিক্ষক আব্দুস সালামের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, সহকারী প্রধান শিক্ষক জামাল হোসেন মিয়া, সহকারী শিক্ষক নরেন্দ্র মোদি, নূর মোহাম্মদ প্রমুখ।

Leave a Reply