মুন্সিগঞ্জ-৩ আসনে নৌকার সমর্থকদের ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে ডালিম নামের এক নৌকার কর্মী নিহত হয়েছেন। অভিযোগ উঠেছে, কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লবের সমর্থকরা এ হামলা চালিয়েছেন।
বুধবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সীকান্দি গ্রামের নৌকার ক্যাম্প থেকে কিছুটা দূরে এই হামলার ঘটনা ঘটে। রাতেই আশংকাজনক অবস্থায় গুলিবিদ্ধ ডালিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। এ ঘটনায় সোহেল নামের নৌকার আরেক আহত কর্মী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে মুন্সিকান্দি এলাকায় অবস্থান করছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনে নৌকার প্রার্থী মৃণাল কান্তি দাসের সমর্থকরা। রাত সাড়ের ১২টার দিকে হঠাৎ স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লবের সমর্থক সোহাগ ও শিপনের নেতৃত্বে ১০ জনের একটি দল সেখানে গিয়ে হামলা ও গুলিবর্ষণ করে। এলোপাথাড়ি গুলিতে গুলিবিদ্ধ হন ডালিম নামের একজন। এ সময় সোহেল নামের অপরজনকে ধরে বেধড়ক মারধর করা হয়।
পরে স্থানীয়রা এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হলে ডালিমকে গুরুতর অবস্থায় ঢাকায় রেফার্ড করা হয়।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান করছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরাফাত রায়হান সাকিব/এফএ/এএসএম
========================
মোল্লাকান্দি ইউনিয়নে গুলিতে নৌকার সমর্থক নিহত
মুন্সীগঞ্জ-৩ আসনে নৌকার সমর্থকদের ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে ডালিম নামের এক নৌকার সমর্থক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বুধবার রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সীকান্দি গ্রামে নৌকার নির্বাচনী ক্যাম্পে এ হামলার ঘটনা ঘটে। রাতেই আশঙ্কাজনক অবস্থায় গুলিবিদ্ধ ডালিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আজ বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। এ ঘটনায় সোহেল নামের নৌকার আরেক আহত কর্মী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল হাসান জানান, ভোরে মুন্সীগঞ্জ থেকে গুলিবিদ্ধ ডালিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ সোহাগ জানান, গুলিবিদ্ধ ডালিমের অবস্থা আশঙ্কাজনক ছিল। রক্তক্ষরণ হচ্ছিল। তাই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেয় পুলিশ। একজনের শরীরে ক্ষত ছিল। তবে তা কিসের ক্ষত তা জানতে পারেনি পুলিশ। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান করছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
সমকাল
=============================
মুন্সীগঞ্জে নৌকার সমর্থকদের ওপর হামলা, গুলিতে নিহত ১
বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সীকান্দি এলাকায় নৌকা প্রতীকের প্রার্থী সংসদ সদস্য মৃণাল কান্তি দাসের সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়ে নিহত ও অপর একজন আহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
সর্বশেষ খবর দ্য ডেইলি স্টার বাংলার গুগল নিউজ চ্যানেলে।
গুলিবিদ্ধ হয়ে নিহত ডালিম সরকার (৩৫) মুন্সীকান্দি এলাকার বাসিন্দা। এ ঘটনায় আহত হয়েছেন একই এলাকার সোহেল রানা (৪৫)।
নৌকার সমর্থক ও প্রত্যক্ষদর্শী হাসিবুল ইসলাম শান্ত বলেন, ‘মোল্লাকান্দি ইউনিয়ন চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সালের সমর্থক রিপন পাটোয়ারীসহ ফরহাদ খার নেতৃত্বে আমঘাটা থেকে লোকজন এসে মুন্সীকান্দিতে আমাদের নৌকা প্রার্থীর ৯-১০ জন সমর্থকের ওপর এলোপাতারি শটগান দিয়ে গুলি করে।’
অভিযোগের বিষয়ে জানতে চেয়ারম্যান রিপন পাটোয়ারিকে একাধিকবার ফোন করলেও তার মোবাইল বন্ধ পাওয়া যায়।
স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সাল অভিযোগ করে বলেন, ‘তারা নিজেরা নিজেরা গোলাগুলি করে ঘটনা ঘটিয়ে থাকতে পারে। আমি এ ব্যাপারে বিকেলে সংবাদ সম্মেলনে বিস্তারিত বলব।’
নৌকা প্রতীকের প্রার্থী সংসদ সদস্য মৃণাল কান্তি দাসকে ফোনে কল করা হলে তিনি বলেন, এ ব্যাপারে কিছুক্ষণ পরে কথা বলবেন। তবে পরে আর তিনি কল ধরেননি।
গুলিবিদ্ধ আহত ডালিমকে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এ এস আই মো. মাসুদ (সকালে) জানান, রাতে মুন্সীগঞ্জ থেকে গুলিবিদ্ধ রোগী মো. ডালিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘রাতে ঘটনাস্থলে পুলিশ গিয়ে আহত দুই জনকে হাসপাতালে নিয়ে আসে। একজনের গায়ে ক্ষত আছে। তবে তা কিসের ক্ষত আমরা বলতে পারছি না।’
‘এ বিষয়ে লিখিত কোনো অভিযোগ এখনও পাইনি’, জানান ওসি।
ডেইলি ষ্টার
======================================
মুন্সিগঞ্জে নৌকার সমর্থককে গুলি করে হত্যা
ঘটনাস্থল পরিদর্শনের পর নিহত ডালিম সরকারের বাড়িতে যান মুন্সিগঞ্জের পুলিশ সুপারসহ উর্ধ্বতন কর্মকর্তারা। আজ বৃহস্পতিবার সকালে মুন্সিগঞ্জ সদর উপজেলার মুন্সিকান্দি গ্রামে
মুন্সিগঞ্জ সদর উপজেলায় আওয়ামী লীগ–মনোনীত প্রার্থীর এক সমর্থককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২দিকে উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি গ্রামে গুলির এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম ডালিম সরকার (৩৫)। তিনি মুন্সিকান্দি গ্রামের নুর হোসেন সরকারের ছেলে। আসনটির স্বতন্ত্র প্রার্থীর (কাঁচি) সমর্থক ও মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রিপন হোসেন পাটোয়ারীর ছোট ভাই সিপন হোসেনের নেতৃত্বে এ গুলির ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।
উল্লেখ্য, মুন্সিগঞ্জ-৩ আসনের নৌকার প্রার্থী মৃণাল কান্তি দাস। তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক। তিনি দুবার এ আসনের সংসদ সদস্য ছিলেন। জেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ ফয়সাল কাঁচি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। তাঁর বাবা জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মহিউদ্দিন। ফয়সাল দুবার মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন।
প্রতীক বরাদ্দের পর থেকে আসনটিতে এ দুটি পক্ষের মধ্যে হামলা, সংঘর্ষ, গুলি, প্রচার ক্যাম্প ভাঙচুরের অন্তত ১৮টি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় উভয় পক্ষের বিরুদ্ধে মুন্সিগঞ্জে পাঁচটি এবং গজারিয়ায় ৪টি মামলা হয়েছে।
গুলিবিদ্ধ অবস্থায় ঢাকায় নেওয়ার পর ডালিম সরকারকে মৃত ঘোষণা করা হয় বলে নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খায়রুল হাসান। পরিবারের দাবি, অনেক আগে থেকে ডালিমদের সঙ্গে হত্যাকারীদের বিরোধ ছিল। তবে রাজনৈতিক লোকজন বলছেন, নির্বাচনকে কেন্দ্র করে ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত ১২টার দিকে মুন্সিকান্দি গ্রামে নৌকার প্রচার ক্যাম্পের পাশে অবস্থান করছিলেন ডালিম, সোহেলসহ কয়েকজন। এ সময় কাঁচি প্রতীকের সমর্থক ইউপির চেয়ারম্যান রিপন হোসেনের ভাই সিপন ও সোহাগের নেতৃত্বে ১০ জনের একটি দল নৌকার ক্যাম্পে হামলা করে। পরে পাশে গিয়ে ডালিমকে গালিগালাজ করতে থাকে। সেখানে সোহেলকে পেটাতে শুরু করেন হামলাকারীরা। একপর্যায়ে ডালিম ও সোহেলকে লক্ষ্য করে শটগান দিয়ে গুলি চালানো হয়। এতে গুলিবিদ্ধ হন ডালিম। তাঁকে উদ্ধার করে দ্রুত মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে আনা হয়।
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ সোহাগ বলেন, রাত দেড়টার দিকে আহত অবস্থায় দুজনকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে ডালিম নামের এক ব্যক্তির বাঁ পাঁজর গুলিবিদ্ধ ছিল। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মোল্লাকান্দি ইউপির সাবেক চেয়ারম্যান মহাসিনা হক বলেন, ‘রিপনরা কাঁচির সমর্থক। নির্বাচনে প্রভাব বিস্তার করতে কয়েক দিন ধরে চেয়ারম্যান রিপন হোসেন ও আওয়ামী লীগ নেতা ফরহাদ খাঁ বিভিন্ন এলাকা থেকে অস্ত্র সংগ্রহ করেছে। তাদের লোক দিয়ে এলাকায় ঝামেলা তৈরি করছিল। গতকাল রাতে রিপনের ভাই সিপনরা নৌকার ক্যাম্পে হামলা চালাল। একজনকে গুলি করে মারল। আমরা এই ঘটনার বিচার চাইছি।’
এ বিষয়ে ইউপির চেয়ারম্যান রিপন হোসেনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। তার ভাই সিপন হোসেনও এলাকাছাড়া।
অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান বলেন, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। মুন্সিগঞ্জ পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। যাঁরা ঘটনার সঙ্গে জড়িত, তাঁদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
প্রথম আলো
===============================
‘নৌকার ক্যাম্পে ছিলাম, হঠাৎ গুলি চালায়’
জিতু রায়, মুন্সিগঞ্জ
মুন্সিগঞ্জ–৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী মৃণাল কান্তি দাসের নির্বাচনী ক্যাম্পে হামলা করে তাঁর সমর্থক ডালিম সরকারকে (৩০) গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সোহেল নামে তাঁর আরেক সমর্থক আহত হয়েছেন।
গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সীকান্দি গ্রামে নৌকার নির্বাচনী ক্যাম্পে হামলার ঘটনা ঘটে। এরপর তাদের মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ডালিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আজ বৃহস্পতিবার ভোরে মৃত ঘোষণা করেন।
ডালিম সরকার মুন্সিকান্দি গ্রামের নুর হোসেন সরকারের ছেলে।
অভিযোগ উঠেছে, কাঁচি প্রতীকের প্রার্থী মো. ফয়সালের সমর্থক ও মোল্লাকান্দি ইউনিয়নের চেয়ারম্যান রিপন হোসেন পাটোয়ারীর ছোট ভাই সিপন হোসেনরা এ ঘটনা ঘটিয়েছেন।
আহত সোহেল ইনডিপেনডেন্ট টেলিভিশনকে বলেন, ‘আমরা মুন্সীকান্দি এলাকার নৌকার ক্যাম্পে অবস্থান করছিলাম। এ সময় হঠাৎ কাঁচি প্রতীকের সমর্থক সোহাগ ও সিপনের নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি দল হঠাৎ নৌকার ক্যাম্প লক্ষ্য করে গুলি চালায়। ডালিমের গায়ে গুলি লাগলে আমি পালাতে চেষ্টা করি। কিন্তু আমার কোমরে লাঠি দিয়ে আঘাত করলে পড়ে যাই। এরপর বাঁচার জন্য পুকুরে লাফিয়ে পড়ি। হামলাকারীরা পালিয়ে গেলে পাড়ে উঠে আসি।’
রূপগঞ্জে আওয়ামী লীগের নির্বাচনী ক্যাম্পে আগুন রূপগঞ্জে আওয়ামী লীগের নির্বাচনী ক্যাম্পে আগুন
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ড. মোহাম্মদ সোহাগ বলেন, ‘রাত দেড়টার দিকে আহত অবস্থায় দুজনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে ডালিম নামে এক ব্যক্তির বাম পাঁজরে গুলিবিদ্ধ ছিল। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’
মনিরামপুরে নির্বাচনী হামলা–ভাংচুরের ঘটনায় পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনমনিরামপুরে নির্বাচনী হামলা–ভাংচুরের ঘটনায় পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন
তবে ঢাকায় নেওয়ার পর মারা যান ডালিম। বিষয়টি নিশ্চিত করে মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খায়রুল হাসান বলেন, ‘ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। যারা ঘটনার সঙ্গে জড়িত তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।’
তবে অভিযোগের বিষয়ে জানতে রিপন হোসেনের মোবাইলফোনে কল দেওয়া হলে সেটি বন্ধ পাওয়া যায়।
ইনডিপেনডেন্ট
Leave a Reply