মুন্সীগঞ্জের চরাঞ্চল হোগলাকান্দি এলাকায় পূর্ব বিরোধের জের ধরে মোহাম্মদ তরিকুল ইসলাম (২২) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আজ রোববার (৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার চর-কেওয়ার ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, একই গ্রামের মাহিরের সঙ্গে তরিকুলের দীর্ঘ দিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। সেই ঘটনার জের ধরে আজ সন্ধ্যায় তর্কবিতর্কের একপর্যায়ে মাহির তরিকুলকে ধারালো ছুরি দিয়ে বুকের বাম পাশে আঘাত করে। পরে তাঁকে গুরুতর আহত অবস্থায় দ্রুত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. রুহুল আমিন জানান, নিহত তরিকুলের বুকের বাম পাশে ধারালো অস্ত্রের আঘাতের ক্ষত রয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, পূর্ব বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এনটিভি
Leave a Reply