মুন্সীগঞ্জ তরিকুল হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ

মুন্সীগঞ্জ সদরে চরকেওয়ারে পূর্বশত্রুতার জেরে তরিকুল ইসলাম নামের এক যুবক হত্যার ঘটনায় বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্বজন ও এলাকাবাসী। আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ ও পরে শহরের প্রধান সড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করে কয়েকশ নারী-পুরুষ।

বিক্ষোভকারীরা জানান, গত রোববার চরকেওয়ার এলাকায় পূর্বশত্রুতার জেরে ডেকে নিয়ে ছুড়িকাঘাত করে তরিকুলকে হত্যা করে প্রতিবেশি। হত্যার ঘটনায় মামলা দায়ের হলেও মূলহোতাদের ধরতে পুলিশ তৎপর নয়। এ ঘটনায় দ্রুত জড়িত সব আসামিদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি দাবি করেন তারা।

এসময় বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করলে বেশ কিছু সময় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে সদর থানা পুলিশ ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা সড়ক থেকে সরে যায়।

জাতীয় সংসদ নির্বাচনের দিন গত রোববার সন্ধ্যায় পূর্ব বিরোধের জের ধরে চরকেওয়ার ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের তরিকুল ইসলামকে ছুরিকাঘাতে হত্যা করে একই গ্রামের এনায়েতউল্লার ছেলে মাহির। পরে হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয় তার। এ ঘটনায় সোমবার নিহতের ভাই বায়েজিদ বেপারী বাদী হয়ে ৮ জনকে আসামি করে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, আসামিদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রেখেছে পুলিশ। এ ঘটনায় এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

এনটিভি

Leave a Reply