মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দি এলাকায় নৌকার সমর্থককে গুলি করে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দিনগত রাতে নিহত ডালিম সরকারের মা জয়তুননেছা বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় ১০ জনকে আসামি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, রাতে নিহতের মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এরই মধ্যে জড়িত বেশ কয়েকজনের নামও আমরা জানতে পেরেছি। তবে তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার স্বার্থে কারো নাম এখনই প্রকাশ করা যাচ্ছে না। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। কয়েকজনের অবস্থান চিহ্নিত করা হয়েছে।
প্রসঙ্গত, বুধবার রাতে সদর উপজেলার মুন্সীকান্দি গ্রামে নির্বাচনি প্রচারণা শেষে অবস্থানকালে মুন্সীগঞ্জ-৩ আসনে নৌকার প্রার্থী মৃণাল কান্তি দাসের সমর্থকদের ওপর গুলিবর্ষণ ও মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় নৌকার সমর্থক ডালিম সরকার গুলিবিদ্ধসহ দুজন আহত হয়। রাতেই আশঙ্কাজনক অবস্থায় গুলিবিদ্ধ ডালিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে তার মৃত্যু হয়। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সোহেল নামের আরেকজন।
আহত ও প্রত্যক্ষদর্শীদের দাবি, নৌকার মিছিলে অংশ নেওয়া একই আসনের স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লবের সমর্থক সোহাগ ও শিপনের নেতৃত্বে ১০-১২ জন এ হামলার ঘটনা ঘটায়।
এনটিভি
Leave a Reply