মুন্সীগঞ্জে হত্যা মামলার ৩ আসামির যাবজ্জীবন

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ০৭ জানুয়ারি সকালে বারেক শেখ অফিসে যাওয়ার জন্য বাসা থেকে থেকে বের হন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে টংগিবাড়ী থানা পুলিশ বলই টু তৌলকাইগামী ব্রিজের মাঝামাঝি রাস্তায় বিদ্যুতের খুঁটির পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে।

মুন্সীগঞ্জে হত্যা মামলার তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কাজী আবদুল হান্নান মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন মিলন শিকদার, মো. জুয়েল শেখ, নাজির হোসেন মোড়ল। তিনজনই লৌহজং উপজেলার উত্তর মসদগাঁও গ্রামের বাসিন্দা।

তাদেরকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের রায় দিয়েছে আদালত। আদালতের ব্রেঞ্চ সরকারি মো. হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বারেক শেখ টংগিবাড়ী উপজেলার হাসাইল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সহকারী উদ্যোক্তা ছিলেন। ২০২১ সালের ০৭ জানুয়ারি সকালে বারেক শেখ অফিসে যাওয়ার জন্য বাসা থেকে থেকে বের হন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে টংগিবাড়ী থানা পুলিশ বলই টু তৌলকাইগামী ব্রিজের মাঝামাঝি রাস্তায় বিদ্যুতের খুঁটির পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, ঘটনার দিন আবদুল বারেক শেখ বালিগাঁও বাজারের ব্যাংক এশিয়া থেকে টাকা উত্তোলন করে অটোরিকশা নিয়ে রওনা হন। কিছুদূর গেলে আসামি তিনজন বাইক নিয়ে ব্রিজের মাঝামাঝি স্থানে অটোরিকশা থামিয়ে বারেক শেখকে ধারালো অস্ত্র দিয়ে জখম করেন।

পরে ওই ঘটনায় নিহতের বাবা মোস্তফা বাদী হয়ে টংগিবাড়ী থানায় মামলা করেন।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা কে এম রিয়াজুল বলেন, ‘সিসিটিভি ফুটেজের মাধ্যমে হত্যাকাণ্ডে ব্যবহৃত বাইকটি শনাক্ত করে এটি উদ্ধারের পর গোপন সংবাদের ভিত্তিতে আসামিদের গ্রেপ্তারের করা হয়।

রায় ঘোষণার সময় আসামিদের পুলিশ পাহারায় আদালতে হাজির করা হয়। গ্রেপ্তারের পর তিনজনকে জেলহাজতে পাঠানো হয়েছে।

নিউজবাংলা

Leave a Reply