প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান
মুন্সিগঞ্জের গজারিয়ার ওষুধ শিল্পপার্কে বিনিয়োগ করতে উদ্যোক্তাদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান। বুধবার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ভবনে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির নেতাদের সঙ্গে সাক্ষাতে তিনি এ কথা বলেন। এ সময় আবারও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগ পাওয়ায় সালমান এফ রহমানকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান শিল্প সমিতির নেতারা।
সালমান এফ রহমান জানান, বাংলাদেশের ওষুধ শিল্পের বাজার এখন অনেক বড়। দিন দিন এ শিল্প আরো বড় হচ্ছে। ‘মুন্সিগঞ্জ গজারিয়াতে যেটা করে দিয়েছে সরকার, অলরেডি এখানে জমিও আছে আবার সেটার ডেভেলপমেন্টও হয়ে গেছে। সবচেয়ে বড় যে সমস্যা সেটা তো সমাধান হয়ে গেছে। কাঁচামাল তৈরির যে প্রযুক্তি ছিল সেটা খুব সীমিত ছিল, চায়না বা ইন্ডিয়ায় কয়েকটা। এখন কিন্তু ফ্রিলি এভেইলেবল, যেটা পাওয়া যাচ্ছে।’ ‘মুন্সিগঞ্জের গজারিয়ায় এ জন্য একটি শিল্প পার্ক করা হচ্ছে। সেখানে উদ্যোক্তারা বিনিয়োগ করতে পারেন।’
তিনি আরো জানান, নতুন সরকারের সামনে অর্থনীতির চ্যালেঞ্জ আছে। সেই চ্যালেঞ্জ মোকাবিলা করতে নতুন সরকার সব ধরণের উদ্যোগ নিচ্ছে। এ সময় বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল মুক্তাদির এবং সংগঠনের মহাসচিব এস এম শফিউজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।সম্পাদনা: সমর চক্রবর্তী
আমাদের সময়
Leave a Reply