টঙ্গীবাড়িতে ইউনাইটেড হাসপাতালকে জরিমানা

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ডাক্তার, নার্স, পরিচ্ছন্নতা কর্মী ও ল্যাবরেটরি টেস্টের দাম নির্ধারিত মূল্যের চেয়ে বেশি রাখায় ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার টঙ্গীবাড়ি বাজারের সামনে ইউনাইটেড হাসপাতাল ও সেবা ক্লিনিকে এ অভিযান পরিচালনা করা হয়। এছাড়া একই এলাকায় সেবা ক্লিনিকের হালনাগাদ লাইসেন্স না থাকায় এবং মানসম্মত সেবা প্রদানের মতো অবকাঠামো ও পরিবেশ না থাকায় ক্লিনিক বন্ধ করে দেওয়ার নির্দেশনা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এন. এম. আবদুল্লাহ-আল-মামুন।

তিনি জানান, জেলা প্রশাসকের নির্দেশে বেসরকারি ক্লিনিক, হাসপাতাল ও ল্যাবরেটরির লাইসেন্স, মূল্য তালিকা এবং সার্বিক মান যাচাইয়ের জন্য অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইউনাইটেড হাসপাতালে লাইসেন্সের শর্তানুসারে সার্বক্ষণিক পর্যাপ্ত ডাক্তার, নার্স ও পরিচ্ছন্নতা কর্মী না থাকায় মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি টেস্টের দাম নির্ধারিত মূল্যের চেয়ে বেশি আদায় করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

এছাড়া সেবা ক্লিনিকের হালনাগাদ লাইসেন্স না থাকায় এবং মানসম্মত সেবা প্রদানের মতো অবকাঠামো ও পরিবেশ না থাকায় ক্লিনিক বন্ধ করে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার মো. জসীম উদ্দীন ভূইয়া। এ সময় পুলিশের একটি টিম সহযোগিতা করে। আগামীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ

Leave a Reply