ছোট ভাইয়ের বিয়েতে যাওয়া হলো না নাইমের

বাড়ি থেকে বেরিয়ে আর ফেরা হলো না মো. নাইম মিয়ার। ছোট ভাইয়ের বিয়েতে যাবেন বলে অফিস টাইম শেষ হওয়ার আগেই ছুটি নিয়ে বাসায় ফেরার জন্য রওনা হয়েছিলেন। পথিমধ্যে গাড়ির ধাক্কায় সাইকেল আরোহী মো. নাইম মিয়া (২৫) নিহত হয়েছেন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখি লেনে বাউশিয়া ইউনিয়নের পুরান বাউশিয়া এলাকায় শুক্রবার (১৯ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. নাইম মিয়া একই উপজেলার ইমামপুর ইউনিয়নের জষ্ঠিতলা গ্রামের রহমত উল্ল্যা মোল্লার বড় ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, ছোট ভাই মো. শামিম মিয়ার বিয়েতে অংশগ্রহণ করার জন্য অফিস টাইম শেষ হওয়ার ২ ঘণ্টা আগেই ছুটি নিয়ে ভোর সাড়ে ৫টার দিকে তার ব্যবহৃত সাইকেল দিয়ে বাসায় ফেরার পথে একটি অজ্ঞাত গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই নাইম মারা যান। তিনি উপজেলার আকিজ ইস্পাত নামের একটি কারখানায় কর্মরত ছিলেন।

বিষয়টি সম্পর্কে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মো. হুমায়ুন কবির জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহটি হেফাজতে নিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা

Leave a Reply