মুন্সিগঞ্জ সদরে মুক্তারপুরে পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ আটজন আহত হয়েছেন। শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুর ২টার দিকে পঞ্চসার ইউনিয়নের পশ্চিম মুক্তারপুর এলাকা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী সদস্য শাহ আলম ও উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ইসমাইল দেওয়ান গ্রুপের মধ্যে এ সংঘাতের ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
আহতদের মধ্যে ইসমাইল দেওয়ান (৪০), মোল্লা (২৮) ও সবুজ (৩০) ও ইসমাইল মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, পশ্চিম মুক্তারপুর এলাকায় আধিপত্য বিস্তার ও ব্যবসায়ী ফজল হক খুনের ঘটনা নিয়ে শাহ আলম ও ইসমাইল গ্রুপের মধ্যে বিরোধ চলছিলো। এছাড়া নির্বাচনে শাহআলম বিজয়ী স্বতন্ত্র প্রার্থী ও ইসমাইল পরাজিত নৌকার প্রার্থীর পক্ষ নেন। এ নিয়ে দুইগ্রুপে উত্তেজনা চলছিলো। দুপুরে জুম্মা নামাজ শেষে মসজিদ বের হওয়ার পর আবারো সংঘাতে জড়ায় দুইপক্ষ। এসময় শাহ আলম গ্রুপের হামলায় ইসমাইল দেওয়ানসহ তার গ্রুপের ছয়জন আহত হন। পরে পাল্টা হামলায় শাহ আলম গ্রুপের দুই নারী আহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
সংঘাতের ঘটনায় যোগাযোগ করা হলে দুইপক্ষই পাল্টাপাল্টি দোষারোপ করেন।
মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খাইরুল হাসান জাগো নিউজকে জানান, পূর্ব বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। অভিযুক্তরা পলাতক রয়েছে। তাদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আরাফাত রায়হান সাকিব/এনআইবি/এএসএম
================================
নামাজ শেষে মসজিদের সামনে তিনজনকে কুপিয়ে জখম
মুন্সীগঞ্জে জুমার নামাজ শেষে মসজিদের সামনে তিনজনকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৯ জানুয়ারি) জুমার নামাজ শেষে সদর উপজেলার চর মুক্তারপুর জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহতরা হলেন- চর মুক্তারপুর দেওয়ান বাড়ির ইসমাইল দেওয়ান (৪০), তার দুই ভাগিনা রনি মোল্লা (২৮) ও সবুজ (৩০)। তাদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে এ ঘটনার পর থেকে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আহত রনি মোল্লা জানিয়েছেন, আজ জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় আমার মামা ইসমাইল দেওয়ানের ওপর অতর্কিতভাবে হামলা চালায় দুর্বৃত্তরা। আমি ও আরেক খালাত ভাই তাদের বাধা দিলেও আমাদেরও দেশীয় অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে।
মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল থান্দার খাইরুল হাসান জানান, পূর্ব বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
কাল বেলা
===============================
নির্বাচন পরবর্তী সহিংসতায় তিনজনকে কুপিয়ে জখম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জে নৌকার সমর্থন করায় ইসমাইল দেওয়ানসহ তাঁর দুই ভাগনেকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে স্বতন্ত্র সংসদ সদস্যের সমর্থক তার্জিয়ান, শাকিল ও শাহ আলমের বিরুদ্ধে। আজ শুক্রবার (১৯ জানুয়ারি) জুমার নামাজের পর সদর উপজেলার চর মুক্তারপুর জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহতরা হলেন চর মুক্তারপুর দেওয়ান বাড়ির ইসমাইল দেওয়ান (৪০), তাঁর দুই ভাগনে রনি মোল্লা (২৮) ও সবুজ (৩০)। তাঁদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনার পর ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। থমথমে অবস্থা বিরাজ করছে এলাকায়। তবে পলাতক রয়েছেন অভিযুক্তরা।
আহত রনি মোল্লা বলেন, ‘নির্বাচনে আমার মামা নৌকার পক্ষে নির্বাচন করেছেন। শাহ আলম, তার্জিয়ান, শাকিল ও রনি স্বতন্ত্রপ্রার্থীর পক্ষে নির্বাচন করেন। নির্বাচনের জের ধরে আজকে জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার পর আমার মামা ইসমাইল দেওয়ানের উপর অতর্কিতভাবে হামলা চালাযন শাহ আলম, তার্জিয়ান, শাকিল ও রনিসহ বেশ করেক জন। আমি ও আরেক খালাতো ভাই তাঁদের বাধা দিতে গেলে আমাদেরও দেশীয় অস্ত্র দিয়ে মাথায় আঘাত করেন।’
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খাইরুল হাসান জানান, পূর্ব বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এনটিভি
Leave a Reply