মিরকাদিমে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে ফ্রি মেডিক্যাল ক্যাম্প. বিনামূল্যে চক্ষু, গাইনি, শিশু রোগ, ডায়াবেটিস ও সাধারণ চিকিৎসা সেবাসহ নারীদের সেলাই মেশিন বিতরণ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল ১০টায় গোয়ালঘুর্ণি এলাকা ও রামপাল কলেজ মাঠে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব।
এতে সাবেক সাংসদ ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদের সভাপতিত্বে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের সিও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ, মিরকাদিম পৌরসভার সাবেক মেয়র শহিদুল ইসলাম শাহীন, বিশিষ্ট ব্যবসায়ী মো. মোশারফ হোসেন পুস্তি, উপজেলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আঁখি, রামপাল ইউপি চেয়ারম্যান মো. বাচ্চু শেখ, হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ অমর চন্দ্র দাস, কবি যাকির সাইদ, রামপাল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কাজী ফুলন ও ব্যাংকের ব্যবস্থাপক আনোয়ার হোসেন সহ অন্যরা।
এ সময় ফ্রি চিকিৎসা, ঔষধ বিতরণ, ২৭টি সেলাই মেশিন বিতরণ ও ৫ হাজার শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
নিউজজি/এসএম
Leave a Reply