তথা ঐতিহ্যবাহী বিক্রমপুর প্রাচীন বঙ্গের রাজনৈতিক, সাংস্কৃতিক, ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা-দীক্ষা ও জ্ঞান-বিজ্ঞানে সমৃদ্ধ এ জনপদের বাসিন্দারা এখনও বিক্রমপুরবাসী হিসেবে নিজেদেরকে পরিচয় দেন। শুক্রবার (১৯ জানুয়ারি) দিনব্যাপী বালাশুর প্লাটুনের উদ্যোগে উপজেলার বালাশুরে বিক্রমপুর জাদুঘর প্রাঙ্গণে বিক্রমপুর পিঠা উৎসব-২০২৪ অনুষ্ঠিত হয়।
বিক্রমপুরের ঐতিহ্য ও সংস্কৃতিকে ছড়িয়ে দিতে বালাশুর প্লাটুনের সভাপতি শাখাওয়াত হোসেন শাহাদাত ও সংগঠনটির অন্যান্য সদস্য পিঠা উৎসবসহ নানা অনুষ্ঠান মালার পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মোজাহেরুল হক, অতিরিক্ত সচিব নজরুল ইসলাম, শ্রীনগর উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবীর, কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটির সদস্য মাকসুদ আলম ডাবলু, ইউপি চেয়ারম্যান আব্দুল বারেক খান বারী, কাজী মনোয়ার হোসেন শাহাদাত, আওয়ামী লীগ নেতা রেজওয়ান ঢালী, হানিফ বেপারী, শহিদুল ইসলাম খান একুল, রোটারী ক্লাবের লেপটিনিন গভর্নর শওকত হোসেন মামুন, ডা. মাহজাবিন শাওলি, বিক্রমপুর জাদুঘরের কিউরেট নাসির উদ্দিন জুয়েল, সিজুয়ে কিন্টারগার্টেনের প্রতিষ্ঠাতা মো. শাহে আলমসহ শাহাদাত হোসেন আকাশ, সাইফুল ইসলাম খান মানুসহ অনেকে।
পিঠা উৎসবে ২০টি পিঠা-পুলির স্টল বসে। দূরদুরান্ত থেকে বিভিন্ন শ্রেণি পেশার অসংখ্য দর্শনার্থীর আগমনে পিঠা উৎসবটি এক মিলন মেলায় পরিণত হয়। সন্ধ্যার পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।
নিউজজি
Leave a Reply