এক বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ছিলেন আক্তার

এক বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ছিলেন আক্তার হোসেন মোড়ল (৫৮) নামে এক ব্যক্তি। শনিবার (২০ জানুয়ারি ) সন্ধ্যায় তাকে ঢাকার কদমতলী থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

আসামি আক্তার মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার চাঙ্গুরী গ্রামের রমজান মোড়লের ছেলে।

এ ব্যাপারে টঙ্গীবাড়ি থানার এসআই আল মামুন বলেন, ঢাকার রমনা থানার একটি অর্থ আত্মসাৎ মামলায় সিএমএম আদালত এই আসামিকে এক বছর সাজা প্রদান করেন। ওই মামলা হওয়ার পর হতে ২০ বছর আসামি আক্তার হোসেন মোড়ল বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

আসামি আক্তারকে মুন্সীগঞ্জে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

ব.ম শামীম/এমএ

Leave a Reply