মুন্সীগঞ্জের লৌহজংয়ে তাবিজ দেওয়ার কথা বলে ননদ-ভাবিকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। রোববার রাতে নির্যাতিত কিশোরীর বাবা অভিযুক্ত তরুণ তালুকদারের বিরুদ্ধে লৌহজং থানায় অভিযোগ দায়ের করেছেন।
বৃহস্পতিবার বিকালে উপজেলার গাওদিয়া ইউনিয়নের কালুরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। কিশোরীর দিনমজুর বাবা গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার বাসিন্দা। ঘটনার দিন কাজ শেষে বাড়িতে এসে জানতে পারেন বাড়ির পাশের দোকানদার আলাউদ্দিন তালুকদারের ছেলে তরুণ তালুকদার আমার কিশোরী মেয়ে ও আমার ভাইয়ের ছেলের বউয়ের সঙ্গে অপকর্ম করেছে। ভুক্তভোগী কিশোরী বলেন, অভিযুক্ত তরুণ তালুকদারকে মামা বলে ডাকি। তাবিজ ও চিরুনি পড়া এনে দেওয়ার কথা বলে দোকানের সামনে ডেকে আনে।
এরপর আমার মুখ চেপে ধরে দোকানের ভেতরে নিয়ে দরজা বন্ধ করে দেয়। আমাকে ধর্ষণের চেষ্টা করে। জোরাজুরি করার পর আমাকে বেঁধে আমার ভাবিকে ডেকে নিয়ে আসে। তার সঙ্গেও খারাপ কিছু করতে শরীর স্পর্শ করে।
ভুক্তভোগী কিশোরীর ভাবি বলেন, আমাকে তরুণ মামা দোকানের সামনে ডেকে নিয়ে গিয়ে জোর করে দোকানের ভেতর নিয়ে দরজা বন্ধ করে দেয়। সেখানে গিয়ে আমার ননদকে মুখ বাঁধা অবস্থায় দেখতে পাই। তরুণ তালুকদার খারাপ উদ্দেশ্যে আমাকে জাপ্টে ধরে। লৌহজং থানার ওসি খোন্দকার ইমাম হোসেন বলেন, অভিযুক্তকে দ্রুত সময়ের মধ্যে আটকের চেষ্টা চলছে।
যুগান্তর
Leave a Reply