মুন্সীগঞ্জে এক আটো চালকের অটো ছিনতাই করে তাকে গলাকেটে হত্যার ঘটনায় আপন দুই ভাই সহ ৪ জনকে মৃত্যূদন্ড দিয়েছে আদালত। মঙ্গলবার (২৪ জানুয়ারী) দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক বেগম খালেদা ইয়াসমিন উর্মি দুপুর সাড়ে ১২টার দিকে এই আদেশ দেন। রায়ে আসামী রুবেল (২৯), মোঃ রাজেন (২৫), হাসান সেখ (২২), আকরাম মোল্লাকে (২২) দন্ডবিধির ৩০২/৩৪ ধারায় মৃতূদন্ড এবং ২০ হাজার টাকা করে অর্থদন্ড এছাড়া অটো ছিনতাইয়ের ঘটনায় দন্ডবিধির ৩৯৪ ধারায় যাবজ্জীবন শশ্রম ও ২০ হাজার টাকা করে অর্থদন্ড অনাদায়ে আরো ৩ মাসের কারাদন্ডের আদেশ দেন। এছাড়াও আসামী আমির বেপারী (৪০) ও আবুল কালাম এই দুজন ছিনতাই হওয়া অটো বেচাঁ কেনার সাতে জড়িত থাকায় তাদের দন্ডবিধির ৪১৩ ধারায় ২ বছরের শশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা করে অর্থদন্ড অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড আসামী কাজল সেখকে ৪১১ ধারায় ৩ মাসের শশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে। এই মামলার আসামী ইমরান হোসেন ও সবুজ সেখকে খালাস প্রদান করা হয়।
মামলার এজাহার সুত্রে জানাগেছে, শ্রীনগর উপজেলার বাঘরা গ্রামের নিহত অটো চালক আশরাফুল ইসলাম (৩০) বাঘড়া গ্রামের শাহাদাত হোসেন এর ইজি বাইক ভাড়ায় নিয়া চালিয়ে জীবিকা নির্বাহ করতো। সে গত ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৬ টার দিকে তার ভাড়ায় চালিত অটো ইজি বাইকটি নিয়া বাহির হয়। পরে ওই দিন রাত পৌনে ৮টার দিকে তাকে স্থাণীয়রা গলাকাটা অবস্থায় লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা বটতলা এলাকায় দেখতে পেয়ে আশংকা জনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যূ হয়। পরে পুলিশ গোয়ালীমান্দ্রা ব্রীজের পশ্চিম পাশে বটতলায় গিয়ে ইটের টুকরা দিয়া মাটিতে ৩ নং আসামী হাসান ও ২ নং আসামী রাজেন এর নাম লিখাসহ একটি মোবাইল নম্বর এর আংশিক লিখা অবস্থায় দেখতে পায়। নিহত আশ্রারাফুল মৃত্যুর পূর্বে মাটিতে লিখিয়া যাওয়া হাসান ও রাজেন এর নামের সুত্র ধরে তাদের গ্রেফতার করে। হাসান ও রাজেন এর দেওয়া তথ্য মতে মোঃ রুবেল ও আকরাম মোল্লাকে গ্রেফতার করে। মামলার এজাহার সুত্রে আরো জানাগেছে আসামীদের জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, ওই দিন সন্ধা ৬টার দিকে শ্রীনগর উপজেলার বাঘড়া গ্রামের তালুকদারের বাড়ীর সামনে হইতে আসামী মোঃ রুবেল ও আকরাম মোল্লা নিহত আশরাফুল ইসলাম এর ব্যাটারীচালিত অটোবাইকটি ভাড়া করে লৌহজং উপজেলার উদ্দেশ্যে রওয়ানা হয়। লৌহজং আসার পথে শ্রীনগর থানাধীন বেজগাঁও এলাকা হতে আসামী রাজেন ও হাসান নিহত আশ্রাফুলের অটোবাইকে উঠে
লৌহজং থানার গোয়ালিমান্দ্রা হলদিয়া পাকা রাস্তার কারপাশা গ্রামের চাঁনকার ব্রীজের নিকট পৌছা মাত্র আশরাফুল ইসলামকে পিছন হইতে আসামী আকরাম মোল্লা গলায় গামছা প্যাচাইয়া ধরে এবং অটোবাইকের সামনের সীটের ডান পাশে বসা ৩ নং আসামী হাসান আশরাফুলের ডান হাত চেপে ধরে ও সামনের সীটের বাম পাশে বসা ২ নং আসামী রাজেন আশরাফুলের বাম হাত চেপে ধরে পিছন হতে ১ নং আসামী রুবেল এর হাতে থাকা ধারালে চাকু দিয়া আশরাফুল ইসলামের গলায় পোচ দিয়া গলার শ্বাসনালী কেটে ফেলে। পরে আশ্রাফুল মারা গেছে ভেবে তাকে রাস্তার পাশে ফালাইয়া দিয়া এবং হত্যাকান্ডে ব্যবহৃত ধারালো চাকুটি ঘটনাস্থলের পাশে খালের পানির মধ্যে ফালাইয়া দিয়া, ব্যাটারী চালিত অটোবাইক ছিনতাই করিয়া নিয়া এই মামলার অপর ৪ আসামীর নিকট বিক্রি করে দেয়।
পরে ওই ৪ জন আসামীর স্বীকারোক্তি মতে পুলিশ আরো ৪ জনকে গ্রেফতার করে এবং অটো বাইকটি উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বাবা মোঃ রফিকুল ইসলাম (৫৫) বাদী হয়ে লৌহজং থানায় মামলা দায়ের করে। নিহত আশ্রারাফুল শ্রীনগর থানার ছত্রভোগ গ্রামের বাসিন্দা।
মৃত্যূদন্ড প্রাপ্ত আসামী মো রুবেল (২৯), ২ মোঃ রাজেন (২৫), শ্রীনগর উপজেলার মধ্য বাঘড়া গ্রামের নাছির উদ্দিনের ছেলে। হাসান শেখ (২২) একই গ্রামের মিলন শেখ, ও আকরাম মোল্লা (২২), একই গ্রামের সুরত আলী মোল্লার ছেলে।
এ ব্যাপারে মামলার বাদি মোঃ রফিকুল ইসলাম বলেন, আমার ছেলে অটো চালাইয়া সংসার চালাইতো। ওকে মাত্র বিয়ে করাইছি বিয়ের পরে ওরা আমার ছেলেকে গলাকেটে নিশ্বংসভাবে হত্যা করে। আমার ৩ ছেলের মধ্যে ও সবার বড় ছিলো । ওর একটি কন্যা সন্তান আসফিয়া আক্তার বয়স ২ বছর রয়েছে। এ রায়ে আমি ও আমার পরিবার খুশি হয়েছি। আমার ছেলের মতো আর কারো ছেলেকে যাতে এভাবে আর জীবন দিতে না হয়।
বিষয়টি নিশ্চিত করে ওই আদালতের রাস্ট্র পক্ষের এপিপি সিরাজুল ইসলাম পল্টু বলেন, একটি অটো ছিনতাই করতে গিয়ে নিশংস্বভাবে এই হত্যাকান্ডের ঘটনাটি এই আসামীরা ঘটিয়েছে। এ মামলায় মোট ১৩জন স্বাক্ষী ও আসামীরা আদালতে তাদের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ।আদালত এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্টি প্রকাশ করছে।
লাখো কন্ঠ
Leave a Reply