গজারিয়ায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর জেলহাজতে

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় আট বছর বয়সী শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর সামিউল শেখকে (১৬) আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে। আজ বুধবার দুপুরে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে সকালে ওই শিশুকে মেডিক্যাল পরীক্ষার জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়।

আটক সামিউল শেখ গজারিয়া উপজেলার ভবেরচর কলেজ রোড এলাকার হাসমত সরকারের বাড়ির ভাড়াটিয়া এবং বরিশাল জেলার মুলাদী উপজেলার গাছয়া গ্রামের সাহিদ শেখের ছেলে বলে জান যায়।

বিষয়টি নিশ্চিত করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মো. রাজিব খান বলেন, শিশুটির বাবা থানায় একটি ধর্ষণচেষ্টার মামলা দায়ের করেছেন। আজ দুপুরে কিশোরকে মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করা হয়। পরে আদালত তাকে জেলহাজতে রাখার নির্দেশ প্রদান করেন।

জানা গেছে, মঙ্গলবার বিকাল ৫টার দিকে শিশুটিকে ব্যাডমিন্টন খেলতে র‌্যাকেট দেওয়ার কথা বলে তাকে খেলার মাঠের পাশে একটি ডেরার ভেতর নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে ওই কিশোর। এ সময় শিশুটি কান্নাকাটি করলে ওই কিশোর ডেরা থেকে চলে যায়। পরে শিশুটি এ ঘটনা প্রতিবেশীদের জানায়। পরে শিশুটির বাবা মঙ্গলবার রাত ৮টার দিকে ধর্ষণ চেষ্টার অভিযোগ করেন। পরে পুলিশ সামিউল শেখকে আটক করে।

আজকালের খবর

Leave a Reply