শ্রীনগরে আধিপত্য বিস্তারে হামলার অভিযোগ

শ্রীনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে। শনিবার দুপুর পর্যন্ত গত দুই দিনে তিন দফা হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে উপজেলার ফৈনপুর খেলার মাঠে স্থানীয় ইউপি চেয়ারম্যানের সামনে প্রথম হামলা হয়। পর দিন শনিবার দুপুরে পাটাভোগের ফৈনপুর ব্রিজে দ্বিতীয় ও কামার খোলা স্ট্যান্ডে তৃতীয় দফায় হামলার ঘটনা ঘটে। এতে ফৈনপুর গ্রামের তৌফিদুল ইসলাম (২৩), সিয়াম আহমেদ (২২) সেলিম পাঠান (২৮) আহত হন। পাটাভোগ ইউনিয়নের মাশুরগাঁওয়ের সবুজের নেতৃত্বে মিসর, আল-আমিন, জিকুর বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দিনে তিন দফা হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে শনিবার হামলার ঘটনায় এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। হামলাকারীর অন্যতম সদস্য সবুজ ইউপি চেয়ারম্যান হামিদুল্লাহ্ খান মুনের খাস লোক। তৌহিদুল ইসলাম বলেন, শুক্রবার বিকেলে প্রথম হামলার সময় চেয়ারম্যানের সামনে আমাদের ওপর হামলা চালায় তার লোকজন। শনিবার সবুজসহ হামলাকারীরা পুনরায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। সেলিম পাঠান বলেন, মুন চেয়ারম্যানের ছত্রছায়ায় তার লোকজন আমার ওপর হামলা চালায়। ড্রেজার ব্যবসায়ী মো: সবুজের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, শুক্রবার খেলার মাঠে হঠাৎ বিশৃঙ্খলা সৃষ্টি হলে ইউপি চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিরা থামানোর চেষ্টা করেন। পনির নামে এক ছেলে মারছে এটা ঠিক। আমি এ ঘটনার সাথে আমার সম্পৃক্ততা নেই।

পাটাভোগ ইউপি চেয়ারম্যান হামিদুল্লাহ্ খান মুনের কাছে এ বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি মোবাইল ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ ব্যাপারে শ্রীনগর থানার ওসি আব্দুল্লাহ্ আল তায়াবীর জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

নয়া দিগন্ত

Leave a Reply