সিরাজদিখানে প্রধান শিক্ষক কর্তৃক তিন শিক্ষার্থীকে যৌন হয়রানী, বিদ্যালয় ঘেরাও

নাছির উদ্দিন: মুন্সিগঞ্জের সিরাজদিখান উত্তর তাজপুর প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে যৌন হয়রানী ও তাদের সাথে জোরপূর্বক অনৈতিক কার্যকলাপের অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ তসলিম হোসেন খানের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে শিক্ষার্থীদের অভিভাবকসহ স্থানীয়রা বিদ্যালয় ঘেড়াও করে। এসময় বিদ্যালয়ের ওই লম্পট প্রধান শিক্ষকে না পেয়ে অন্যান্য শিক্ষকদের বিদ্যালয়ের ভিতরে অবরূদ্ধ করে রাখা হয়। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান এডভোকেট আবু সাঈদ ও এটিও মোঃ আমিনুর রহমান ঘটনাস্থলে স্ব-শরীরে হাজির হয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ তসলিম হোসেন খান অভিযোগ অস্বীকার করে বলেন, বিদ্যালয়ের জমি নিয়ে বিরোধ থাকায় স্থানীয় একটা পক্ষ আমার বিরুদ্ধে মিথ্যা ভাবে এই অভিযোগ করছে। আজ সকালে আমি বিদ্যালয়ের হাজিরা দিয়ে মুভমেন্ট দেখিয়ে বিদ্যালয়ের বাহিরে ছিলাম ।

এবিষয়ে এটিও মোঃ মিজানুর রহমানের কাছে বক্তব্য চাইলে তিনি বক্তব্য না দিয়েই তরিঘরি করে চলে যায়।

উপজেলা শিক্ষা অফিসার মোঃ বেলায়েত হোসেন বলেন, অভিযোগ পেয়ে সেখানে এটওকে পাঠিয়েছিলাম শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply