গজারিয়ায় পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) এক মাঠ সংগঠকের বিরুদ্ধে গ্রাহকদের টাকা আত্মসাৎ করে গা-ঢাকা দিয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী গ্রাহকরা ভিড় করেছেন উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তার দপ্তরে। অভিযুক্ত ওই মাঠ সংগঠকের নাম ফারুক হোসেন। তিনি গজারিয়া উপজেলার আনারপরা, দড়িকান্দি, করিম খাঁ, গোসাইরচর, ফুলদী এলাকায় মাঠ সংগঠকের দায়িত্বে নিয়োজিত ছিলেন।
ভুক্তভোগী ভবেরচর ইউনিয়নের আনারপুরা গ্রামের ভাড়াটিয়া সোনিয়া আক্তার বলেন, নবজাতক সঞ্চয় স্কিমে টাকা জমা রেখেছিলেন তিনি। ওই এলাকার মাঠ সংগঠক ফারুক হোসেনের কাছে ৪১ হাজার টাকা জমা দিলেও বইয়ে উঠানো হয়েছে মাত্র ৩৩ হাজার টাকা। স্থানীয়দের মাধ্যমে তিনি সম্প্রতি খবর পেয়েছেন ফারুক হোসেন পালিয়ে গেছে তাই তিনি উপজেলায় এসেছেন খোঁজখবর নিতে। তার প্রতিবেশী ফেরদৌসী আক্তারের সঙ্গে এরকম ঘটনা ঘটেছে বলে জানান তিনি। আরেক ভুক্তভোগী করিম খাঁ গ্রামের বাসিন্দা জরিনা বেগম বলেন, বিভিন্ন ক্যাটাগরির চারটি সঞ্চয় স্কিম রয়েছে তার। তার মধ্যে নবজাতক সঞ্চয় স্কিমের একটি বই মাঠ সংগঠক ফারুক হোসেন নিজের কাছে রেখেছিলেন। তিনি নিয়মিত টাকা জমা দিলেও ফারুক হোসেন সেটা বইয়ে তোলেননি।
বিষয়টি সম্পর্কে গজারিয়া উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মো. মনির হোসেন বলেন, ‘মাঠ সংগঠক ফারুক হোসেন ২০১৬ সালে এই উপজেলায় যোগদান করে। ২০২৩ সালের মে মাসে তার বিরুদ্ধে ওঠা কিছু অভিযোগ অনুসন্ধান করতে গিয়ে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে তার জড়িত থাকার বিষয়ে প্রমাণ পাই আমরা। বিষয়টি আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই। ২০২৩ সালের শেষের দিকে তাকে অন্যত্র বদলির আদেশ দেওয়া হয়। বদলির আদেশ আসার পর আমরা তাকে তার দায়িত্ব বুঝিয়ে দিতে বলি তবে সে গড়িমসি করতে থাকে।
চলতি বছরের ২২ জানুয়ারি থেকে তিনি লাপাত্তা। এ বিষয়ে অভিযুক্ত মাঠ সংগঠক ফারুক হোসেনের বক্তব্য জানতে একাধিকবার আর মুঠোফোনে কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
বিষয়টি সম্পর্কে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তারের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব’।
যুগান্তর
Leave a Reply