মুন্সীগঞ্জে ৩৬ কেজি গাঁজাসহ নারী আটক

মুন্সীগঞ্জের গজারিয়ায় ৩৬ কেজি গাঁজাসহ দিতি আক্তার (২৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আটকের বিষয়’টি নিশ্চিত করেছেন গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো রাজিব খান।

গাঁজাসহ আটক দিতি আক্তার জেলার লৌহজং উপজেলার গোয়ালিমান্দা গ্রামের আব্দুর রহিমের মেয়ে।

ওসি জানান আজ বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হোসেন্দী ইউনিয়নের হোসেন্দী গ্রামের রাসেল সরকারের বাড়ির সামনে সড়ক থেকে ৩৬ কেজি গাঁজাসহ দিতি আক্তারকে আটক করা হয়।

ওসি আরও জানান, গাঁজাসহ আটক নারীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

এনটিভি

Leave a Reply