শ্রীনগরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মেয়ের

পুলিশ জানায়, কোনো একটি গাড়ির ধাক্কায় দুর্ঘটনাটি ঘটেছে। গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেলের আরোহী বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর সোয়া ১টার দিকে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের উপজেলার হাসাড়া বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. মাহফুজ রিবেন জানান।

নিহতরা হলেন- বরিশালের রমজান কাঠি গ্রামের কামাল হোসেন (৩১) ও তার দশ বছরের মেয়ে মাহিরা মাহির।

স্থানীয়দের বরাতে ওয়্যারহাউস ইন্সপেক্টর মাহফুজ বলেন, ঢাকা থেকে মোটরসাইকেলে মেয়েকে নিয়ে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে দিয়ে বরিশালে যাচ্ছিলেন কামাল। ওই এলাকায় পৌঁছলে একটি অজ্ঞাত গাড়ি বাইকটি চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়।

তিনি বলেন, লাশ উদ্ধার করে হাসাড়া হাইওয়ে থানা এসআই রাশেদুলের কাছে হস্তান্তর করা হয়েছে।

হাসাড়া হাইওয়ে থানার ওসি কাঞ্চন কুমার সিংহ বলেন, লাশ উদ্ধার করা থানায় আনা হয়েছে। লাশ হস্তান্তর করতে স্বজনদের খবর দেওয়া হয়েছে।

কোনো একটি গাড়ির ধাক্কায় দুর্ঘটনাটি ঘটেছে। গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে বলে জানান পুলিমের এই কর্মকর্তা।

বিডিনিউজ

Leave a Reply