মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাট বালিগাঁও কবরস্থান হতে মৃত্যুর ছয় মাস পরে আওয়ামী লীগ নেতা আজগর হোসেন চঞ্চল বেপারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে হাট বালিগাঁও কবরস্থান হতে এই মৃতদেহ উদ্ধার করা হয়। মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওমর শরীফ ফাহাদ এর উপস্থিতিতে এই লাশ উত্তোলন করা হয়।
নিহত আজগর হোসেন চঞ্চল মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বালিগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
মামলার এজাহার ও মামলার বাদি সুমী আক্তার এর সাথে কথা বলে জানাগেছে , গেল ১০ সেপ্টেম্বর ২০২৩ খ্রি. তারিখ বিকাল ৫টার দিকে নিজের কাজ করার জন্য বাড়ির বাহিরে যান নিহত চঞ্চল । পরে রাত সড়ে ১২টার দিকে চঞ্চল তার স্ত্রীর মোবাইলে ফোন দিলে তার সাথে কিছু লোকের বাকবিতন্ডা ও চেচামেচি শুনতে পান । এ সময় আপনার সঙ্গে কে বা কাহারা আছে জানতে চাইলে চঞ্চল তার স্ত্রীকে জানায় তার সাথে বালিগাওঁ গ্রামের রিটু, হাবিবুর রহমান সোহেল, গহি নিতাই দাস ও উত্তম সরকার সানী সহ আরো কয়েকজন রয়েছে। পরে ওই দিন রাতেই ইসলামপুর রাস্তার পাশে মুমূর্ষু অবস্থায় চঞ্চলকে বালিগাওঁ বাজারের ব্যবসায়ী আমির হোসেন দেখতে পেয়ে বালিগাঁও ডক্টরস ক্লিনিকে নিয়ে গেলে ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়া যেতে বলে। চঞ্চলকে ঢাকাস্থ আসগর আলী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধিন অবস্থায় ১১ সেপ্টেম্বর ২০২৩ খ্রি. তারিখে সে মারা যায়।
পরে সে সময় ওই এলাকার কতিপয় ব্যক্তি এই মামলার আসামিগণ সুমি আক্তারকে ভুল বুঝায় যে চঞ্চল মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছে। পরে নিহতের পরিবারকে ভুল বুঝিয়ে পোষ্ট মর্টেম ছাড়াই চঞ্চলকে কৌশলে মাটি দিতে বাধ্য করে। পরবর্তীতে সুমি আক্তার জানতে পারে, তার স্বামীর বুকের হাড় ৯টি ভাঙ্গা ছিল এবং পিঠের মির্ডানের হাড় ৩ জায়গায় ভাঙ্গা ছিল। দুষ্কৃতিকারীরা চঞ্চল মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছে বললেও মোটর সাইকেলের দুর্ঘটনায় যে ধরনের মোটরসাইকেল এবং নিহতের মরদেহে আঘাত প্রাপ্ত হওয়ার কথা সেই ধরনের আঘাত নাই। পরে চঞ্চলের সাথে থাকা লোকজন সে কিভাবে মারা গেল সে বিষয়ে সঠিক ব্যাখ্যা দিতে না পারায় চঞ্চলের স্ত্রী সুমী বেগম বাদী হয়ে মুন্সীগঞ্জ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ৪নং আমলী আদালতে সি.আর মামলা- ৪১৬/২৩, ধারা ৩০২/৩৪ দন্ডবিধি দায়ের করে।
সেখান থেকেও মামলাটি খারিজ করে দিলে মুন্সীগঞ্জ জজ আদালতে ফৌঃ রিভিশন মোকদ্দমা নং- ১৫১/২০২৩ মামলা দায়ের করা হয়। পরে ওই মামলার প্রেক্ষিতে টঙ্গিবাড়ী থানাকে মামলাটি এফআইআর হিসেবে নিতে আদেশ দেয় আদালত।
এ বিষয়ে মামলার বাদী সুমী আক্তার বলেন, আমার প্রথমে দুই মেয়ে রয়েছে। যখন আমার স্বামী চঞ্চল মারা যায় তখন আমি তিন নাম্বার সিজার হই এবং আরেকটি কন্যা সন্তান জন্ম দেই।
সে সময় আমি অনেক অসুস্থ ছিলাম বিছানা থেকে উঠতে পারি নাই। আমি অসুস্থ থাকায় বুঝতে পারি নাই যে আমার স্বামীকে কেউ মেরে ফেলেছে। যারা আমার স্বামীরে মারছে তারা দ্রুত কৌশলে তার দাফনের কাজ সেরে ফেলে। পরে জানতে পারলাম ওরা পরিকল্পিতভাবে আমার স্বামীকে মেরে রাস্তায় ফেলে রেখে গেছে । বালিগাওঁ গ্রামের মোফাজ্জল কমান্ডার এর ছেলে রিটু, যুবলীগ নেতা হাবিবুর রহমান সোহেল, নিতাই দাস , উত্তম সরকার রাজনৈতিক দ্বন্দ্বের কারনে পরিকল্পিতভাবে মেরে আমার স্বামীকে রাস্তার নির্জন স্থানে ফেলে রেখে গেছে । আমি তাদের আসামি করে মুন্সীগঞ্জ আদালতে মামলা দায়ের করেছি।
এ ব্যাপারে ওই মামলা তদন্তকারী কর্মকর্তা টঙ্গীবাড়ী থানা এসআই আল মামুন বলেন, আদালতের নির্দেশে টঙ্গীবাড়ী থানায় একটি মামলা হয়। যাহার নাম্বার ১৬(১)২৪। ওই মামলায় আদালত নিহতের লাশ কবর হতে উত্তোলন করে ময়নাতদন্তের আদেশ মোতাবেক আজ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।
লাখোকন্ঠ
Leave a Reply