শ্রীনগরে অভিযান চালিয়ে ২৩ লাখ টাকার ইয়াবা জব্দ

মুন্সীগঞ্জের শ্রীনগরে ব্যাটারিচালিত ইজিবাইক থেকে ৭ হাজার ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব সদস্যরা। যুবকের নাম মো. মুসা (৩৫)। উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটের মূল্য ২৩ লাখ ১০ হাজার টাকা।

মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১০ এ তথ্য জানিয়েছে। তাতে জানানো হয়- সোমবার বিকেলে জেলার শ্রীনগর বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‌্যাব-১০ এর সদস্যরা। এ সময় একটি ইজিবাইকের গতিরোধ করে তল্লাসি সমুদয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। এ ঘটনায় মুসা নামে যুবককে গ্রেপ্তার করে।

এ ছাড়া ব্যাটারি চালিত ইজিবাইকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে শ্রীনগর থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

দেশ রুপান্তর

Leave a Reply