মুন্সীগঞ্জে প্লাস্টিকের কারখানায় আগুনে নিহত যুবকের বাড়ী ফরিদপুরের সালথায়

মুন্সীগঞ্জ সদর উপজেলার একটি প্লাস্টিকের সুতা তৈরির চাপটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসাধীন দগ্ধ ৪ জনের বাড়ি ফরিদপুরের সালথায়। এরমধ্যে আগুনে দগ্ধ রিহ্যাল ফকির ওরফে রিয়াজুল (৩৮) নামে ১ জনের মৃত্যু হয়েছে। গ্রামের বাড়ীতে চলছে শোকের ছায়া।

শুক্রবার বিকাল সাড়ে ৪টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত রিহ্যালের বাড়ি ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের বড় লক্ষনদিয়া গ্রামে। সে ওই গ্রামের মোসলেম ফকিরের ছেলে ও দুই কন্যা সন্তানের জনক।

শনিবার সকালে রিহ্যাল ফকিরের মরদেহ গ্রামের বাড়ীতে এসে পৌঁছায়। বাদ যোহর লক্ষনদিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে রিহ্যাল ফকিরের লাশ স্থানীয় কবরস্থানে দাফন করা হবে বলে নিহতের পরিবার জানিয়েছেন।

এ ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন আছেন ইকবাল (৩৮), চাচাতো ভাই রাকিব হোসেন (২৬) ও মতিউর রহমান (৩৩) নামে আরও ৩ জন। এই তিনজনের বাড়ীও একই ইউনিয়নের কাঠালবাড়িয়া গ্রামে।

উল্লেখ্য, মুন্সীগঞ্জ জেলা সদরের একটি প্লাস্টিক কারখানায় চাকরি করতেন রিহ্যাল। বৃহস্পতিবার রাতে কারখানায় শ্রমিকদের সাথে প্লাস্টিক গলিয়ে চাপটি তৈরির কাজ করছিলেন রিহ্যাল। রাত পৌনে ৯ টার দিকে ওই কারখানায় আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে রিহ্যালসহ ৪ জন শ্রমিককে দগ্ধ অবস্থায় উদ্ধার করে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়। আগুনে তাদের পা থেকে মাথা পর্যন্ত সব পুড়ে গেছে। শুক্রবার বিকাল সাড়ে ৪টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় রিহ্যাল মারা যায়। বাকিদের অবস্থা আশংকাজনক।

(এএনএইচ

Leave a Reply