মুন্সীগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে হেল্থ কার্ড বিতরণ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত “স্মাট ব্রিগেড” কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। আজ দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার রামপাল এনবিএম উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী।
জেলা প্রশাসন মুন্সীগঞ্জ এর আয়োজনে অনুষ্ঠানে মুন্সীগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোঃ আবুজাফর রিপন এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান, সিভিল সার্জন মোঃ মঞ্জরুল আলম, সদর উপজেলার পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আনিছ উজ্জামান, মুন্সীগঞ্জ হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর সুভাষ চন্দ হীরা।
পরে সদর উপজেলার ৩০৯ জন বীর মুক্তিযুদ্ধা ও ২০০ জন শিক্ষার্থীদের মাঝে প্রথম ধাপে হেল্থ কার্ড প্রদান করা হয়। পর্যাক্রমে জেলার সকল মুক্তিযুদ্ধা ও শিক্ষার্থীদের মাঝে এ হেল্থ কার্ড প্রদান করা হবে বলে জানানো হয়।
এ হেল্থ কার্ডের মাধ্যমে সকল ধরনের রোগের চিকিৎসক ও পরীক্ষা-নিরীক্ষা সেবা বিনামূল্যে গ্রহণ করতে পারবেন।
বিডি প্রতিদিন
Leave a Reply