মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ফার্নিচারে নকশা করা নিয়ে কথা কাটাকাটির সময় মোস্তফা খালাসী (৪২) নামের এক ব্যবসায়ীকে পুরুষাঙ্গে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে রাজন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। শনিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাঘিয়া বাজারে ঘটনাটি ঘটে।
নিহত মোস্তফা উপজেলার যশলং ইউনিয়নের হাটকান গ্রামের সফিজউদ্দিন খালাসির ছেলে। ঘাতক রাজন সদর উপজেলার ঢালীকান্দি এলাকার বাসিন্দা। তিনি পালাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বাঘিয়া বাজারে ফার্নিচারের নকশা করার জন্য মোস্তফার কাছে আসেন রাজন। মোস্তফা ফার্নিচারে নকশা করা সম্ভব না বলে জানান। এনিয়ে মোস্তফা ও রাজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তারা মারামারিতে জড়িয়ে পড়েন। এসময় রাজন মোস্তফার পুরুষাঙ্গে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মোস্তফার মৃত্যু হয়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
টঙ্গীবাড়ী থানার এসআই মোহাম্মদ রফিক বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। নিহতের স্বজনরা থানায় মামলা দায়ের করতে এসেছেন। ঘাতক পালাতক।
টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোয়েব আলী বলেন, মামলা দায়ের হবে। ঘাতক রাজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
রাইজিংবিডি
Leave a Reply