সিরাজদিখানে পিকাপ ও রিকশার মুখোমুখি সংঘর্ষ নিহত ১, আহত ২

ঢাকা-মাওয়া মহাসড়কে পিকাপ ভ্যান ও রিকশার মুখোমুখি সংঘর্ষে শাওন মন্ডল নামে ৮ বছর বয়সী শিশু নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরো ২জন। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া এলাকায় ঘটে এই ঘটনা।

নিহত শাওন মন্ডল উপজেলার চন্ডিবরদী গ্রামের শইলেন মন্ডল ছেলে। আহতরা হলেন শইলেন মন্ডল (৪০) ও তার স্ত্রী মনিকা মন্ডল।

হাসাড়া হাইওয়ে থানার ওসি কাঞ্চন কুমার সিংহ জানান, নিমতলা থেকে একটি রিকশা কুচিয়ামোড়ার দিকে যাচ্ছিল। অপরদিক থেকে আশা মাওয়াগামী একটি পিকআপ ধাক্কা দিলে ঘটনাস্থলে একটি শিশু নিহত হয়। এ ঘটনা তার বাবা ও মা গুরুতর আহত হয়। ঘাতক পিকআপ চালক ও পিকআপটিকে আটক করা হয়েছে। আইনত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

অবজারভার

Leave a Reply