মুন্সীগঞ্জে এক ওয়ার্ড কাউন্সিলরের ভাই ও জেলা মোটরচালক লীগ সভাপতির বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় কয়েক রাউন্ড গুলি ও ককটেল বিস্ফোরণের অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। এ ঘটনায় আহত হয়েছে এক বছরের এক শিশু।
শুক্রবার রাত ৮টার দিকে শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় হামলার এ ঘটনা ঘটে। আহত শিশু ইব্রাহিমকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীকে সমর্থন করায় এ হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন জেলা মোটরচালক লীগের সভাপতি আওলাদ হোসেন। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, দ্বাদশ সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-৩ আসনে আওলাদ ও তাঁর পরিবারের লোকজন নৌকার প্রার্থী মৃণাল কান্তি দাসের সমর্থক ছিলেন। নির্বাচনে মৃণালের পরাজয় হলে প্রতিপক্ষের কাঁচি প্রতীকের বিজয়ী প্রার্থীর সমর্থকদের সঙ্গে বিরোধ চলছিল তাদের। শুক্রবার হঠাৎ কাঁচি প্রতীকের সমর্থক সোহেল, জনিসহ একদল লোক আওলাদের বাড়িতে হামলা চালিয়ে ভেঙে ফেলে বাড়ির বেশকিছু জানালার কাচ। এতে শিশু ইব্রাহিম আহত হয়। এ সময় কয়েক রাউন্ড গুলি ও ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায় হামলাকারীরা।
আওলাদ হোসেন জানান, নৌকার সমর্থন করায় তাদের ওপর হামলা করা হয়েছে। তিনি প্রধানমন্ত্রীর কাছে এর বিচার চান। নৌকার সমর্থন করা অন্যায় কিনা এ প্রশ্নও রাখেন তিনি।
এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও সোহেল, জনিসহ হামলাকারী কাউকে পাওয়া যায়নি।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে যান। তবে এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাননি। তারা সেখানে গুলি বা ককটেলের কোনো চিহ্ন পাননি, পটকা ফোটানো হয়ে থাকতে পারে। হামলাকারীদের বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান তিনি।
সমকাল
Leave a Reply