মুন্সীগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে বজ্রপাতে ইমান তফদার (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার হাসাইল বানারী ইউনিয়নের আটিগাও গ্রামের কালাচান তফদারের ছেলে।

টংগিবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের স্বজনরা জানান, আজ রোববার (৩১ মার্চ) সকালে বৃষ্টি হলে জমিতে গোলা করে রাখা আলু ঢাকতে গেলে বজ্রপাতে ইমান তফদার গুরুতর আহত হন। পরে তাকে টংগিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ব.ম শামীম/এমজেইউ

Leave a Reply