সিরাজদিখানে প্রবাসীকে হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সিগঞ্জের সিরাজদিখানের বালুচরে ঘর থেকে ডেকে নিয়ে প্রবাসীকে হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্বজন ও এলাকাবাসী। শনিবার (১৯ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার চরপানিয়া এলাকায় ঘন্টাব্যাপি মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেয় নিহতের স্ত্রী-সন্তানসহ এলাকার কয়েক শতাধিক নারী-পুরুষ।

এসময় তারা অভিযোগ করে বলেন, পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করা হয় সৌদি আরব প্রবাসী মুজিবুরকে (৪৫)। এ ঘটনায় মামলা দায়ের হলেও ঘটনায় জড়িত খাসকান্দি এলাকার জহির হোসেনকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

তাকে গ্রেপ্তার ও ফাঁসি নিশ্চিতের দাবি জানান পরিবারের সদস্যরা।

গেল ১০ মার্চ চরপানিয়া এলাকার একটি ক্ষেত থেকে প্রবাসী মুজিবুরের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করা হলেও ধরাছোঁয়ার বাইরে রয়ে যায় অভিযুক্ত জহির হোসেন।

সময়ের আলো

Leave a Reply