মুন্সীগঞ্জের গজারিয়ায় কলিম উল্লাহ কলেজে এইচএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে উঠেছে। শিক্ষার্থীদের দাবি, তাদের কাছ থেকে আদায় করা হচ্ছে ৪ থেকে ৬ হাজার টাকা। এদিকে কলেজটির অধ্যক্ষ ৪ হাজার টাকার কমে কোনো শিক্ষার্থীকে ফরম পূরণ করতে না দেওয়ার ঘোষণা দেওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সামনে অবস্থা নিয়ে বিক্ষোভ করেছেন সংক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর তারা লিখিত অভিযোগ দেন।
রোববার দুপুরে আন্দোলনকারী শিক্ষার্থী কয়জনের সঙ্গে কথা বলে জানা যায়, উন্নয়ন ফি-এর নামে তাদের কাছ থেকে সরকার নির্ধারিত ফি এর চাইতে অনেক বেশি টাকা আদায় করছে। এদিকে ফরম পূরণের শেষ সময় চলে আসায় বাধ্য হয়ে তারা আন্দোলনে নেমেছেন। প্রাথমিকভাবে তারা তাদের আপত্তির বিষয়টি কলেজের অধ্যক্ষ এবং শিক্ষকদের জানান। তবে তারা এ বিষয়ে কোনো কর্ণপাত না করায় বাধ্য হয়ে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এসেছেন। নির্বাহী কর্মকর্তা তাদের এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করেছেন। এ বিষয়ে কলেজটির অধ্যক্ষ মোনতাজ উদ্দীন মর্তুজা বলেন, যারা আন্দোলন করছে তারা অধিকাংশই টেস্ট পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থী। ফরম পূরণে চার হাজার টাকা আদায় করা হচ্ছে তা সত্যি নয়। যে টাকা বেশি নেওয়া হচ্ছে তা হলো বেতন ও উন্নয়ন ফি-এর টাকা। উন্নয়ন ফি বাবদ ১১৪০ টাকার মতো আদায় করা হচ্ছে।
যুগান্তর
Leave a Reply