২য় ধাপে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন তারা হলেন, লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রসিদ শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক বিএম শোয়েব, ও বেজগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সদস্য লাকি মল্লিক৷
ভাইস চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ও বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তোফাজ্জল হোসেন তপন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. সলিমুল্লাহ খান সেন্টু, উপজেলা যুবলীগের কার্যকরী সদস্য মো. জামাল হোসেন৷
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম, মাকসুদা খানম, তানিয়া আফরোজ ও উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক শামীমা খানম৷
দ্বিতীয় ধাপের লৌহজং উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র জমা দানের শেষ দিন রবিবার (২১ এপ্রিল) উপজেলা নির্বাচন কর্মকর্তা আজিজুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
আগামী ২১ মে এ নির্বাচনের ভোটগ্রহণ হবে। নির্বাচনের মনোনয়নপত্র বাছাই করা হবে ২৩ এপ্রিল। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করা যাবে ২৪-২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি হবে ২৭-২৯ এপ্রিলের মধ্য। মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ ৩০ এপ্রিল। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২ মে।
ইনকিলাব
Leave a Reply