সিরাজদিখানে মশার কয়েল থেকে গোয়াল ঘরে আগুন লাগে এক কৃষকের ৫টি গরু পুড়ে দগ্ধ হয়েছে। এ সময় আগুন থেকে গরু রক্ষা করতে গিয়ে মালিক আব্বাস হাওলাদার দগ্ধ হয়েছে। তাকে ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) গভীর রাতে সিরাজদিখান ইছাপুরা ইউনিয়নের পশ্চিম রাজদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী কৃষক আব্বাস হাওলাদারের ভাতিজা আব্দুর রহমান সিরাজী জানান, মশার উদ্রব থেকে গরুগুলোকে রক্ষা করতে তিনি নিয়মিত মশার কয়েল ও গোবরের লাঠি ব্যবহার করে থাকেন। গত শুক্রবার রাত ১২টার দিকে তার ঘুম ভাঙলে তিনি গোয়াল ঘরের চারপাশে আগুন দেখতে পান তখন আব্বাস চাচা আগুনের মধ্যে গরুর রশি কাটতে গেলে আগুনে পুড়ে মারাত্মক দগ্ধ হয়। পরে দ্রুত ঘর থেকে বের হয়ে চিৎকার করতে থাকলে প্রতিবেশিরা এসে আগুন নেভান। ততক্ষণে তার সব শেষ হয়ে যায়। তাদের দাবি, ৫টি গরু দগ্ধ হয়ে যাওয়ায় তার প্রায় সাড়ে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এতে ৫ সদস্যের পরিবার নিয়ে তিনি দুশ্চিন্তা পড়েছেন।
ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সুমন মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, কৃষক ও খামারীদের মশার কামড় থেকে গবাদিপশু রক্ষা করার ক্ষেত্রে অধিক সচেতন হওয়ার অনুরোধ করেনে।
নিউজজি
Leave a Reply