সিরাজদিখানে সড়কে গাছ ফেলে ডাকাতি

সিরাজদিখানে সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে কুচিয়ামোড়া-সৈয়দপুর সড়কের কান্দা নামক স্থানে এ ঘটনা ঘটে। এ সময় ১০/১২ জনের মুখোশপরা ডাকাতদল সড়কে গাছ ফেলে একটি প্রাইভেটকার গতিরোধ করে গাড়িটি ভাঙচুর করে। পরে গাড়িতে থাকা ৯ জন যাত্রীকে অস্ত্রের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে প্রায় দেড় লাখ টাকা ও ১৩টি মোবাইল সেট হাতিয়ে নেয়।

ডাকাতের কবলে পড়া ইমরান মাহমুদ নামে এক যাত্রী জানান, পারিবারিক একটি অনুষ্ঠান শেষে চালকসহ আমরা ১০ জন একটি হাইস গাড়িযোগে বাড়ি ফেরার পথে কান্দা নামক স্থানে এলে ১০/১২ জনের মুখোশ পরা ডাকাত দল গাছ ফেলে আমাদের গাড়ি গতিরোধ করে গ্লাস ভাঙচুর করে চাপাতি ও রামদা দেখিয়ে আমাদের জিম্মি করে ফেলে। এ সময় আমাদের কাছ থেকে নগদ দেড় লাখ টাকা ও ১৩টি মোবাইল সেট নিয়ে যায়। শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাসির উদ্দিন শেখ জানান, ডাকাতির বিষয়টি সকালে জানতে পেরে অফিসার পাঠিয়েছিলাম। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

যুগান্তর

Leave a Reply