মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ চলছে। সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে।উপজেলার হোসেন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে ৩ হাজার এর উপরে ভোটার সংখ্যা থাকলেও এক ঘন্টায় মাত্র একটি ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সরেজমিনে ওই কেন্দ্রে সকাল ৯.১০ মিনিট পর্যন্ত অবস্থান করে দেখা যায় ভোট কেন্দ্রটি পুরো ফাঁকা। কোন ভোটার উপস্থিতি নেই। ভোট কেন্দ্রের বাইরে কিছু উৎসূখ জনতা দেখা গেলেও ভোট কেন্দ্রের ভিতর পুরোটাই ফাঁকা।
ওই ভোট কেন্দ্রের সহকারী প্রিজাইটিং কর্মকর্তা কোহিনুর আক্তার বলেন, ওই কেন্দ্রে দুইটি বুথ রয়েছে দুইটি বুথের মধ্যে একটি বুথে একটি মাত্র ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
এ ব্যাপারে ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা গজারিয়া সরকারি কলেজের প্রভাষক মোহাম্মদ ইনরান ভুইয়া বলেন, এজেন্টরা যথাসময়ে না আসায় আমরা বিরম্বনায় পড়েছি। কালকে রাত হতে আমরা এজেন্ট দেওয়ার জন্য বিভিন্ন প্রার্থীদের সাথে যোগাযোগ করছি । কিন্তু তারা যথাসময়ে এজেন্ট পাঠাইনি।
সংশ্লিষ্ট প্রিজাইডিং কর্মকর্তা সূত্রে জানাগেছে, হোসেন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ হাজার১ শত ৫৪ জন। পুরুষ ভোটার সংখ্যা ১ হাজার ৬ শত ৭৮ জন। নারী ভোটার সংখ্যা ১ হাজার ৪ শত ৬৬ জন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলায় মোট ৬০টি ভোটকেন্দ্র রয়েছে। ওই উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৪৭ হাজার ২শ ৪৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ৭৫ হাজার ৯শ ৪৬ জন এবং নারী ভোটার ৭১ হাজার ৩শ জন।
এ উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন প্রার্থী। ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদেও প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন প্রার্থী।
গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনূর আক্তার বলেন, নির্বাচন নিবিঘ্ন ও শান্তিপূর্ণ করতে বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত করা হয়েছে ।
লাখো কন্ঠ
Leave a Reply