ভোট গণনা কক্ষে অবস্থান করায় এক ব্যক্তিকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ভোট গণনা কক্ষে অবৈধভাবে অবস্থান করায় মো. মীর হোসেন শিকদার (৪৫) নামে এক ব্যক্তিকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন নির্বাচনের সংক্ষিপ্ত আদালত।

মঙ্গলবার (২১ মে) বিকেলের দিকে উপজেলার হাসাইল বানারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্রে নির্বাচনী সংক্ষিপ্ত আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান এ আদেশ দেন। মীর হোসেন শিকদার উপজেলার উত্তর হাসাইল গ্রামের সুলতান আহমেদ শিকদারের ছেলে।

জানা গেছে, উপজেলার হাসাইল বানারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে ভোট গণনার কক্ষে অবৈধভাবে অবস্থান করে ভোট গণনা কার্যক্রম ব্যহত করে। বিষয়টি ওই ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোহাম্মদ হেদায়েতুল ইসলামের লিখিত অভিযোগ পেয়ে ম্যাজিস্ট্রেট বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে যান। এ সময় কেন্দ্রের ভোট গণনার ৬ নং বুথ থেকে মো. মীর হোসেন শিকদারকে আটক করে সংক্ষিপ্ত বিচার শুরু করেন। বিচার শেষে মো. মীর হোসেন শিকদারকে দোষী সাব্যস্ত করে এ সাজা প্রদান করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সংক্ষিপ্ত আদালতের বিচারকের সহকারী জাকির হোসেন জানান, হাসাইল বানারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে ভোট গণনার কক্ষে অবৈধভাবে অবস্থান করে ভোট গণনা কার্যক্রম ব্যহত করার অপরাধে মীর হোসেন শিকদার নামে এক ব্যক্তিকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন নির্বাচনের সংক্ষিপ্ত আদালত।

ব.ম শামীম/এমএএস

Leave a Reply