টাকার জন্য শাশুড়িকে জবাই করে হত্যা, আদালতে জামাইয়ের স্বীকারোক্তি

মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নে টাকার জন্য শাশুড়িকে জবাই করে হত্যা করেছে জামাই। গত শনিবার অভিযুক্ত জাহিদ হাসান তানভীরকে (২১) বজ্রযোগিনী ইউনিয়নের গুহপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযুক্ত তানভীর এলাকায় আমির সরকারের ছেলে। রোববার (২ মে) আদালতে ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি সূত্রে লোমহর্ষক এ তথ্য পাওয়া গেছে।

রোববার দুপুরে আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম আসামি তানভীরের দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জের কোর্ট পুলিশ পরিদর্শক মো. জামাল উদ্দিন।

গত ৩ এপ্রিল সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের নাহাপাড়া এলাকায় নিজ বসতঘর থেকে বিধবা ঝর্ণা‌ বেগমের (৪২) গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার দুই মাস পেরিয়ে গেলেও ঘাতক এর ব্যাপারে জানতে এবং মামলার তথ্য উদঘাটনে বিরম্বনায় পরে আইনশৃঙ্খলা বাহিনী।

অভিযানের নেতৃত্বে থাকা ডিবির উপ-পরিদর্শক শিমুল শেখ জানান, ঘটনার দুই মাস পেরিয়ে গেলেও কোনো কুলকিনারা পাওয়া যাচ্ছিল না। সর্বশেষ তথ্য প্রযুক্তি ও বিভিন্ন কৌশলে নিহত ঝর্ণা বেগমের ছোট মেয়ে মীম এর স্বামী জাহিদ হাসান তানভীরকে জিজ্ঞাসাবাদ করলে আদালতে ঘটনার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বিস্তারিত জানা যায় সে।

ডিবির এই সদস্য আরও জানান, স্থানীয় এক দোকানদার তানভীরের কাছে ১০ হাজার টাকা পেতেন। পাওনা টাকা পরিশোধের উদ্দেশ্যে ঘটনার দিন রাত সাড়ে ১১টার দিকে তানভীর তার শাশুড়ি ঝর্ণার কাছে ১০ হাজার টাকা চান। শাশুড়ি টাকা না দিয়ে বিষয়টি তানভীরের স্ত্রী মীমকে ফোন করে জানান।

তানভীর এতে ক্ষিপ্ত হয়ে উঠলে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তানভীর তার সঙ্গে থাকা ছুরি দিয়ে পেছন থেকে তার শাশুড়ির গলা কেটে ফেলেন। এ সময় রক্ত গড়িয়ে তার পায়ে লাগলে বাইরে পুকুরে গিয়ে পা ধুয়ে বাড়িতে চলে যান‌।

মামলার বাদী নিহতের ছেলে রাব্বি মোল্লা বলেন, আমার বোন মীমের সঙ্গে প্রেমের সম্পর্ক করে ৮ মাস আগে বিয়ে করে বজ্রযোগীনির গুহপাড়া এলাকার আমির সরকারের ছেলে তানভীর। মাদক সেবনের জন্য সে বিভিন্ন সময় আমার মা ও বোনের কাছে টাকা পয়সা দাবি করতো। কিন্তু একটা মানুষ কতটা পাষাণ হলে দশ হাজার টাকার জন্য মায়ের মতো শাশুড়িকে খুন করতে পারে। আমি তার সর্বোচ্চ শাস্তি চাই।

ব.ম শামীম/এমএএস

Leave a Reply