মানিকগঞ্জের সিংগাইরে ব্যবসায়ীকে অপহরণ করে ৯৫ ভরি স্বর্ণালংকার লুটের ১১ দিনের মাথায় মুন্সীগঞ্জের একটি বাড়ির গোয়ালঘরের মাটি খুঁড়ে ৪৮ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ সময় ডাকাত দলের আরও দুই সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। সব মিলিয়ে এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলো– সম্রাট মৃধা, মিরাজুল শেখ, আমিজ উদ্দিন, শাহ আলম মিয়া, সিদ্দিক শেখ ও শামীমুজ্জামান।
বৃহস্পতিবার মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
তিনি জানান, স্বর্ণ ডাকাতি ও ব্যবসায়ীকে অপহরণের মামলার তদন্তকালে গোপন তথ্যের ভিত্তিতে ডাকাত দলের সদস্য সিদ্দিক শেখকে বুধবার মুন্সীগঞ্জ জেলার সিরাজদীখান থানার কুচিয়ামোড়া টোলপ্লাজা থেকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাত দলের অপর সদস্য শাহ আলম মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে শাহ আলমের বসতবাড়ির গোয়ালঘরের মাটি খুঁড়ে ৪৮ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ডাকাত দলের সদস্যদের বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।
সিংগাইর থানার ওসি জিয়ারুল ইসলাম জানান, পাঁচ আসামিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। প্রধান আসামি শামীমুজ্জামান সেনাসদস্য। সে র্যাব-১-এ গাজীপুর ট্রেনিং সেন্টারে ডিএডি হিসেবে কর্মরত ছিল। তার নেতৃত্বে এ স্বর্ণ ডাকাতির ঘটনা ঘটে। আসামি সেনাসদস্য হওয়ায় তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। শামীমুজ্জামানের পরিকল্পনাতেই আসামিরা ওই হাইয়েস গাড়িটি ভাড়া করে। ডাকাতির কাজে ব্যবহৃত ওই গাড়ি, র্যাবের আইডি কার্ড ও র্যাবের লেখা স্টিকার জব্দ করা হয়েছে।
গত ১ জুন সকালে মানিকগঞ্জের সিংগাইরের জামশা আমতলা এলাকায় র্যাব সদস্যের পরিচয়ে ৮-৯ জন ঢাকার দোহারের জয়পাড়ার স্বর্ণ ব্যবসায়ী সুমন হালদার ও তাঁর দুই কর্মচারীকে বহন করা সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে অপহরণ ও ৯৫ বরি স্বর্ণালংকার লুট করে।
সমকাল
Leave a Reply