মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বিভিন্ন স্থানে ৫ দিনের ব্যবধানে ৬টি রাসেলস ভাইপার ধরা পড়েছে। পদ্মা নদীর তীরবর্তী লৌহজং-তেউটিয়া ইউনিয়ন, গাওদিয়া, হলদিয়া, কুমারভোগ ও মেদেনীমণ্ডল ইউনিয়নের পৃথক পৃথক গ্রামে এ রাসেলস ভাইপার ধরে পড়ে। এতে সাপের ভয়ে আতঙ্ক বিরাজ করছে উপজেলাজুড়ে। একই সঙ্গে জেলার অন্যান্য উপজেলাগুলোতে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে রাসেলস ভাইপার।
শনিবার (২২ জুন) রাসেলস ভাইপার থেকে সতর্ক থাকতে লৌহজং উপজেলা প্রশাসন থেকে মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়েছে। একই সঙ্গে বাড়ির আশপাশের ঝোপ-জঙ্গল পরিস্কারের পরামর্শ দেওয়া হয়েছে।
জানা গেছে, সর্বশেষ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে হলদিয়া ইউনিয়নের হলদিয়া গ্রামে ১টি রাসেলস ভাইপার ধরা পড়ে। আগের দিন শুক্রবার মেদেনীমণ্ডল ইউনিয়নের মেদেনীমণ্ডল ও শিমুলিয়া ফেরীঘাট এলাকায় ২টি রাসেল ভাইপার ধরেন স্থানীয়রা।
এ ছাড়া বৃহস্পতিবার (২০ জুন) গাওদিয়া ইউনিয়নের শামুরবাড়ি গ্রামে গত বুধবার লৌহজং-তেউটিয়া ইউনিয়নের ঘোড়দৌড় বাজার এলাকায় এবং মঙ্গলবার কুমারভোগ ইউনিয়নের চরে ১টি করে রাসেলস ভাইপার ধরে পড়ে।
লৌহজং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন বলেন, ‘পদ্মা তীরের গ্রামগুলোতে রাসেলস ভাইপারের উপস্থিতি দেখা যাচ্ছে। ইতোমধ্যে বেশ কয়েকটি ধরাও পড়েছে। গ্রামগুলোতে আতঙ্ক বিরাজ করছে।’
যে কোনো প্রজাতির সাপে কামড়ালে আতঙ্কিত না হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন সিভিল সার্জন ডা. মঞ্জুরুল আলম।
তিনি বলেন, ‘রাসেলস ভাইপার কামড়ালে সঙ্গে সঙ্গে মৃত্যু হয়-এ তথ্য সত্য নয়। দ্রুত সময়ের মধ্যে চিকিৎসা করতে পারলে বেশীরভাগ রোগীই বেঁচে যান।’
তিনি আরও বলেন, ‘জেলা শহরের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত এন্টিভেনমের সরবরাহ রয়েছে। কাজেই আতঙ্কিত হওয়ার কিছু নেই।’
রাসেলস ভাইপার প্রসঙ্গে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন জানান, বিষধর এ সাপ থেকে সতর্ক থাকার জন্য পদ্মাতীরের বেশ কয়েকটি গ্রামে মাইকিং করা হয়েছে। একই সঙ্গে মাইকিং করে সেখানকার বাড়ি-ঘর ও বসতভিটের আশপাশের ঝোপ-জঙ্গল পরিরস্কার করতে বলা হচ্ছে। তিনি বলেন, ‘এ পর্যন্ত উপজেলায় বেশ কয়েকটি রাসেল ভাইপার ধরা পড়ার খবর পেয়েছি। ইতোমধ্যে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়েছে। বাড়ির আশপাশসহ রাস্তাঘাটের ঝোপ-ঝাড় কেটে ফেলে পরিস্কার করা হচ্ছে।’
খবরের কাগজ
Leave a Reply