দুই সন্তার রেখে পরকীয়া প্রেমের বলি অন্তঃস্বত্ত্বা নারী!

নাসির উদ্দিন উজ্জ্বল: মুন্সীগঞ্জের লৌহজংয়ে পরকীয়ার জেরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছেন সোনিয়া আক্তার (৩৫) নামে এক অন্তঃস্বত্ত্বা নারী। তিনি দুই সন্তানের জননী।

ফেসবুক স্ট্যাটাস ও স্থানীয় সূত্রে জানা যায়, দুবাই প্রবাসী শাহজাহান দেওয়ানের স্ত্রী সোনিয়া আক্তার গত এক বছর আগে দেবর (চাচাতো) সাফিন দেওয়ানের সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে সোনিয়া আক্তার আগের স্বামীকে তালাক দিয়ে পরিবারকে না জানিয়ে বিয়েও করেন।

বুধবার (২৬ জুন) সকাল সাড়ে নয়টার দিকে সোনিয়া আক্তার তার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সকাল সাড়ে এগারোটায় সাফিন দেওয়ানের বাড়িতে বিষপান করেন। পরে স্থানীয়রা তাকে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকার মিটফোর্ড হাসপাতালে পাঠালে সেখানে বিকাল সাড়ে চারটায় তার মৃত্যু হয়।

সোনিয়া আক্তার ও শাহজাহান দম্পতির দুটি সন্তান রয়েছে। সোনিয়া একই উপজেলার বেজগাঁও ইউনিয়নের খোরশেদ আলমের মেয়ে।

সোনিয়া তার ফেসবুক স্ট্যাটাসে জানান, সাফিন তাকে বলেছিল একটি বাচ্চা নিলে তার পরিবার তাদের মেনে নেবে। তাই তিনি এখন তিন মাসের অন্তঃসত্ত্বা। সাফিনের খবর নিতে তাদের বাড়িতে গেলে সাফিনের পরিবার সোনিয়াকে মারধর করে, মেরে ফেলার হুমকি দেয়, ফোন কেড়ে নেয় ও একটি কাগজে সই নিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। এতেই তিনি মানসিক চাপে পড়েন।

ঘটনার পর হতে সাফিন ও তার পরিবার গা ঢাকা দেয়ায় তাদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

সোনিয়ার বাবা খোরশেদ আলম বলেন, ‘শাজাহানের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেই। পরে মেয়ের কাছে জানতে পারি তাদের ছাড়াছাড়ি হয়ে গেছে এবং সাফিনকে সে বিয়ে করেছে। এ কাজে শাজাহানের মা সহযোগিতা করেছে। আমি এর বিচার চাই।’

বিষয়টি নিয়ে লৌহজং থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমরা অবগত আছি। তবে এখনও ময়নাতদন্ত রিপোর্ট হাতে পৌঁছেনি। মেয়ের বাবা অভিযোগ করলে আমরা আইনি ব্যবস্থা নিব।’

সময় সংবাদ

Leave a Reply