শ্রীনগরে আ.লীগ সভাপতিসহ ৩ জনকে কুপিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১০

শ্রীনগর ড্রেজার ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বের জের ধরে পাটাভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রমিজ উদ্দিন বেপারী ও তার ভাইসহ ৩ জনকে কুপিয়ে জখমের ঘটনায় ৩১ জনকে এজাহারভুক্ত আসামি করে শ্রীনগর থানায় মামলা দায়ের হয়েছে। সোমবার (১৫ জুলাই) দুপুরে রমিজ বেপারীর ছেলে মো. রুবেল বাদী হয়ে শ্রীনগর থানায় মামলাটি দায়ের করেন।

এর আগে, গত রোববার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে শ্রীনগর-দোহার সড়কের বাইপাস এলাকায় সন্ত্রাসীরা অতর্কির্তে হামলা চালিয়ে তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পুলিশ জানায়, মামলার এজাহার ভূক্ত ৩১ জন আসামির মধ্যে ফয়সাল, তারেক, পিয়াস, জাবির, বাবু, শাহিন, শাহজাহান, মহাদেব, নয়ন খালাসী, সাগরকে শ্রীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে।

স্থানীয়রা জানায়, পাটাভোগ ইউনিয়ন আ.লীগের সভাপতি রমিজউদ্দিন বেপারীর ভাইয়েরাসহ কামারখোলার এলাকার কয়েকজন মিলে পূর্ব কামারখোলা এলাকায় বালু ভরাটের জন্য ড্রেজারের লাইন বসাচ্ছিল। এ সময় পশ্চিম কামারখোলা এলাকার দিল বেপারীর ছেলে ফয়সালের নেতৃত্বে বেশ কয়েকজন মিলে ড্রেজারের লাইন টানার কাজে বাধা দেয় এবং সেখানে ফয়সালের লোকজন ড্রেজার বসাবে বলে জানায়। বিষয়টি নিয়ে ২ পক্ষ রোববার বিকাল সাড়ে ৪টার দিকে বাইপাস এলাকায় আলোচনায় বসে। আলোচনা ফলপ্রসু না হওয়ায় সেখানে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।

পরে সেখান থেকে ফয়সাল গ্রুপের লোকজন চলে যায়। বিকাল সাড়ে ৫টার দিকে ফের ফয়সালের নেতৃত্বে তার বাহিনীর লোকজন মোটরসাইকেলে পাটাভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রমিজ উদ্দিন বেপারী, তার ভাই দেলোয়ার বেপারী ও একই এলাকার জমির উদ্দিনের ছেলে স্বপনকে অতর্র্কিত ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে দ্রুত স্থান ত্যাগ করে। স্থানীয়রা তাদের ৩ জনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, অজ্ঞাতনামা বেশ কয়েকজন সহ ৩১ জনের নাম উল্লেখ করে শ্রীনগর থানায় মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত ১০ জনকে মুন্সিগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। বাকী আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজজি

Leave a Reply