মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার দিঘিরপাড় ইউনিয়ন পরিষদের উপনির্বাচন স্থগিত করা হয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা এম কে আহম্মেদ এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার (২৭ জুলাই) এই নির্বাচনের তারিখ নির্ধারণ করা থাকলেও কারফিউর কারণে নির্বাচন কমিশন এই উপনির্বাচন স্থগিত করেছেন। পরবর্তী সময়ে ঘোষিত তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এদিকে এই নির্বাচনের প্রধান দুই চেয়ারম্যান পদপ্রার্থীই বর্তমানে কারাগারে।
এর মধ্যে অন্যতম টঙ্গিবাড়ী উপজেলা আওয়ামী লীগের নির্বাচিত সাধারণ সম্পাদক আহসান কবির হাওলাদার ও অপরজন দিঘিরপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি শামিম মোল্লা। একজন হত্যা মামলার আসামি ও অপরজন ভাঙচুর ও নাশকতা মামলার আসামি হয়ে এখন কারাগারে রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, এই দুই প্রার্থীর মধ্যেই চেয়ারম্যান পদে প্রতিযোগিতার সম্ভাবনা রয়েছে।
টঙ্গিবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজ আল আসাদ বারেক জানান, উপজেলার দিঘিরপাড়ে প্রকাশ্যে একটি হত্যাকাণ্ডের ঘটনায় ষড়যন্ত্রমূলকভাবে কবির হাওলাদারকে আসামি করা হয়।
তিনি উক্ত মামলায় আত্মসমর্পণ করতে গেলে আদালত তাকে জেলহাজতে পাঠান। তার নির্বাচনী প্রতীক চশমা।
উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম জানান, গত ২০ জুলাই হামলা, ভাঙচুর ও বিস্ফোরকের মামলায় গ্রেপ্তার হন শামিম মোল্লা। তার নির্বাচনী প্রতীক ছিল আনারস।
তবে তিনি আমাদের দলীয় প্রার্থী নন। বর্তমান সরকারের আমলে নির্বাচনে অনেকেই পদ-পদবি খুইয়ে নিজের ইচ্ছায় প্রার্থী হয়েছেন। শামিম মোল্লাও সে রকমই একজন।
এই উপনির্বাচনের মাঠে আট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূলত কবির ও শামিমের মধ্যেই লড়াই হবে বলে মনে করছেন স্থানীয়রা। উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য দিঘিরপাড় ইউপির চারবারের চেয়ারম্যান মো. আরিফুল ইসলাম হাওলাদার পদত্যাগ করার পরই পদটি শূন্য হয়ে যায়।
কালের কন্ঠ
Leave a Reply