মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ইসমানিরচর ও কলসারকান্দি গ্রামের প্রবাসী দুটি পরিবারে ডাকাতি এবং স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ নেতাদের বাড়িঘর ভাঙচুর করার অভিযোগ উঠেছে।
শুক্রবার (৯ আগস্ট) রাত আনুমানিক দেড়টা থেকে শুরু করে ভোর পর্যন্ত উপজেলার হোসেন্দী ইউনিয়নের ইসমানিচর গ্রাম এবং গজারিয়া ইউনিয়নের কলসারকান্দি দুইটি গ্রামে ডাকাতি করে একটি সংঘবদ্ধ ডাকাত দল।
ইসমানিচর গ্রামের প্রবাসী হান্নান সরদারের বাড়িতে প্রথম ডাকাতি করে এই ডাকাত দল। হান্নান সরদারের স্ত্রী মাহমুদা বেগম জানান, রাতে মেয়ে ও ছোট ছেলেকে নিয়ে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ বাড়ির গেটে ধাক্কাধাক্কির শব্দে ঘুম ভেঙে যায়। তারা কারা পরিচয় শনাক্ত করতে না পারায় গেট খুলতে রাজি না হলে দুর্বৃত্তরা পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয়।
পরে আগুনের ভয়ে দরজা খুলে দেখতে পাই পরিচিত চার-পাঁচজনসহ মুখোশপরা কয়েকজন। তারা ঘরে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুরসহ স্বামী বিদেশ যাওয়ার নগদ টাকাসহ স্বর্ণালংকার নিয়ে যায়। ঘটনার পর ডাকাতি হওয়া পরিবারটি মুন্সিগঞ্জ জেলা দায়িতে থাকা সেনাবাহিনীর অফিসারদের ফোন অবগত করেছেন।
অপরদিকে একই রাতে গজারিয়া ইউনিয়নের কলসারকান্দি গ্রামের জাকির মিয়ার বাড়িতে প্রশাসন পরিচয়ে ডাকাতি করে। সেখান থেকেও অর্থ ও স্বর্ণালংকার নিয়ে যায়। আর বাড়ি ছেড়ে চলে যেতে বলে ডাকাত দল। বাড়ি না ছাড়লে আগুন লাগানোর হুমকি দিয়েছে ডাকাত দল।
ভুক্তভোগী নাছরিন বেগম জানান, সবার হাতে অস্ত্র সজ্জিত ছিল। রাতে সে স্বামী সন্তান নিয়ে ঘুমিয়ে ছিল। প্রশাসন পরিচয় দিয়ে দরজা খুলতে বলে পরে তার দেবর জাকিরকে খুঁজতে শুরু করে। জাকিরকে বাড়ি না পেয়ে, নানা ভয়ভীতি দেখিয়ে স্বর্ণালংকার নগদ অর্থ নিয়ে যায়।
এ বিষয়ে গজারিয়া থানার ওসি মো. রাজিব খাঁন জানান, এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
কালবেলা
Leave a Reply