সিরাজদিখানে দুপক্ষের সংঘর্ষে আহত ১৫

মুন্সীগঞ্জের সিরাজদিখানে জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে ১৫ জন আহত হয়েছেন। রোববার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের পূর্ব রশুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- পূর্ব রশুনিয়া গ্রামের নুর জামাল শেখ, আনোয়ার হোসেন মানিক, জাহাঙ্গীর শেখ, আনোয়ারা বেগম, শেখ নুরুল হক অ্যাডভোকেট সোহেল বেপারীসহ তার স্ত্রী, বড় ভাই, বড় বোন ও দুই চাচাতো ভাই। গুরুতর আহত ৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বাকিরা স্থানীয় আরাফাত হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন সেনাবাহিনীর সদস্যরা।

স্থানীয়রা জানান, উপজেলার রশুনিয়া ইউনিয়নের পূর্ব রশুনিয়া গ্রামের নুর জামাল শেখের সঙ্গে একই গ্রামের অ্যাডভোকেট সোহেল বেপারীর সঙ্গে বাড়ির পাশের জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে থানায় একাধিক পালটাপালটি অভিযোগও হয়েছে। বিরোধপূর্ণ জায়গা নিয়ে রোববার উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে গুরুতর ৫ জনসহ মোট ১৫ জন আহত হন।

রশুনিয়া ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আবু সাঈদ বলেন, হামলার ঘটনা শুনে সেনাবাহিনীকে অবগত করি। সেনাবাহিনী এবং আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। উভয়পক্ষকে সুষ্ঠু সমাধানের আশ্বাস দিয়েছি। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। এ বিষয়ে প্রতিপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া না যাওয়ায় বক্তব্য নেওয়া যায়নি।

যুগান্তর

Leave a Reply