ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ায় বেক্সিমকো ফার্মার ওষুধের গাড়িতে তল্লাশি চালিয়ে শিক্ষার্থীরা তিন হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টার সালমান এফ রহমানের গ্রেপ্তারের পরদিন বুধবার তার মালিকানাধীন ওষুধ কোম্পানির গাড়ি থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
এদিন রাতে ঢাকার একটি আদালত কোটা সংস্কার আন্দোলনের সময় একজন হকার হত্যা মামলায় সালমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ১০ দিনের রিমান্ডের আদেশ দিয়েছে।
আর বুধবার দুপুর সাড়ে ১২টার দিকের এ ঘটনায় আটক করা হয়েছে ওষুধ পরিবহনের কাজে ব্যবহৃত এ ভ্যানের চালক সোহাগকে (৩৫)।
গজারিয়া থানার ওসি রাজিব খাঁন বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভাবেরচর বাসস্ট্যান্ড এলাকায় ট্রাফিকের কাজ করার সময় শিক্ষার্থীরা এ কাভার্ডভ্যান তল্লাশী করে ইয়াবার সন্ধান পায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, মহাসড়কে ট্রাফিক পুলিশের সঙ্গে দায়িত্ব পালনের সময় জরুরি ওষুধ পরিবহনের কাজে ব্যবহৃত ঢাকামুখী একটি কাভার্ডভ্যানকে দূর থেকে থামানোর সংকেত দেয় শিক্ষার্থীরা। তবে সংকেত অমান্য করে চালক গাড়ির গতি বাড়িয়ে দেন।
প্রায় ১০০ গজ দূরে থাকা অন্য শিক্ষার্থীরা বেশ কিছুক্ষণ চেষ্টা চালিয়ে গাড়িটি থামাতে সক্ষম হয়। পরে গাড়িটির পেছনের ডালা খুলে তল্লাশি চালিয়ে একটি ব্যাগের ভেতর টেপ দিয়ে পেঁচানো অবস্থায় বিপুল পরিমাণ ইয়াবা পাওয়া যায়।
পরে আটক চালক সোহাগসহ জব্দ করা ইয়াবা ও কাভার্ডভ্যানটি গজারিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেন শিক্ষার্থীরা।
ওসি রাজিব বলেন, শিক্ষার্থীরা তল্লাশি চালানোর সময় একজন পালিয়ে গেছেন। আইনি প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিকে আদালতে তোলা হবে।
আটক কভার্ড ভ্যান চালক সোহাগ (৩৫) নওগাঁর তেলাওয়াতপুর এলাকার বাসিন্দা।
বিডিনিউজ
Leave a Reply