মুন্সীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণস্বাক্ষর কর্মসূচি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে মুন্সীগঞ্জে গত ০৪ অগাস্ট ঘটে যাওয়া সহিংসতা ও গণহত্যার সাথে জড়িতদের শাস্তি নিশ্চিত করতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মুন্সীগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

বৃষ্টি উপেক্ষা করে সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এতে অংশ নেয়।

০৪ অগাস্টের সহিংসতায় জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হত্যা দায়ের প্রস্তুতি হিসেবে এই গণস্বাক্ষর কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

অবজারভার

Leave a Reply